পুজোর মধ্যেই বকেয়া DA মামলায় বড় মোড়! সুপ্রিম কোর্টে চূড়ান্ত লিখিত সাবমিশন কনফেডারেশনের, কি বলা হচ্ছে?

Published on:

Published on:

Dearness Allowance DA arrear

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর সম্প্রতি সুপ্রিম কোর্টে নয়া মোড় নিয়েছে এই ডিএ মামলা (Dearness Allowance)। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। এবার কর্মচারীদের পক্ষ থেকেও ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়েছে।

রাজ্যের যুক্তির পাল্টা কি বলছে কনফেডারেশন? Dearness Allowance

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে সুপ্রিম কোর্টে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন জমা দেওয়া হয়েছে। এই লিখিত বক্তব্য এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পূর্বে কলকাতা হাইকোর্টের রায় তুলে ধরে কর্মচারীদের আইনজীবীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, ডিএ কোনো দয়ার দান নয়। ডিএ হল সরকারি কর্মচারীদের একটি আইনত অধিকার।

কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ প্রদান করার কথা বলা হয়েছে কনফেডারেশনের তরফে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ, সরকারের নিজস্ব রুলস অফ পে (ROP) 2009 অনুযায়ী, AICPI (All India Consumer Price Index)-এর ভিত্তিতে রাজ্য সরকার ডিএ দিচ্ছে না। সেই নিয়ম মানছে না রাজ্য।

dearness allowance(42)

আরও পড়ুন: দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায়, দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলা ভিজবে? জেনে নিন

পাশাপাশি দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা এই রাজ্যের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্য বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৯শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে। তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত। তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। যদিও কবে রায়দান হবে সেই সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি। তবে রায় তাদের পক্ষে আসবে বলে আশাবাদী সরকারি কর্মীরা।