বাংলা হান্ট ডেস্কঃ আজ বিজয়া দশমী। দুর্গাপুজো শেষ। আবারও এক বছরের অপেক্ষার শুরু। এরই মধ্যে ক্রেতাদের আরও স্বস্তি দিয়ে সোনার দাম (Gold Price) সামান্য কমল। গতকালের পর আজকে হলুদ ধাতুর দামে হ্রাস। আজ বৃহস্পতিবার দশমীতে কত হল হলুদ ধাতুর দর? সম্পূর্ণ রেট চার্ট দেখে নিন।
একনজরে সোনার দাম দেখুন | Gold Price
আজ ২ অক্টোবর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়াল ১১, ৮৬৯০ টাকা। ৫৫ টাকা কমে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১১,৮৬৯ টাকা। সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। এদিনও দেশজুড়ে খাঁটি সোনার দাম এক লক্ষ টাকার উপরে।
আজ বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম হল ১০, ৮৮০০ টাকা। দাম কমেছে কমেছে ৫০ টাকা। এদিন কলকাতায় ১৮ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হল ৮,৯০২ টাকা। ৩৮ টাকা কমেছে দাম। ১৮ ক্যারাট ১০ গ্রাম সোনার ১ গ্রামের দাম এদিন হল ৮৯,০২০ টাকা।
বিজয়া দশমীর দিন ১০ গ্রাম সোনার ১ গ্রামের দাম ১,০৮,৮০০ টাকা। উল্লেখ্য, উপরোক্ত ক্যারাট প্রতি সোনার দামের সঙ্গে জিএসটি বা টিসিএস ধরা নেই। জিএসটি বা টিসিএস ব্যাতিত এই মূল্য। এদিন সামান্য দাম কমলেও তবে যে হারে সোনার দাম দিন দিন বাড়ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে।
আরও পড়ুন: একটু পরই তুমুল বৃষ্টি শুরু! দক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত দুর্যোগ, আবহাওয়ার লেটেস্ট আপডেট
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান।