হেলমেট ছাড়া বেপরোয়া গতি, রাতভর মদ্যপদের উৎপাত, পুজোর ৪ দিনেই কত বাইক ধরা পড়ল পুলিশের হাতে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো পুজো করে শেষও হয়ে গেল পুজো। বাঙালির সবথেকে প্রিয় উৎসবে রাস্তায় নেমেছিল জনস্রোত। মহালয়ার পর থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমিয়েছিল দর্শনার্থীরা (Bike)। কিন্তু প্রতিবারের মতো এবারও বিভিন্ন রাস্তায় বাইক বাহিনীর দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো।

পুজোর সময়েও অব্যাহত বাইক (Bike) দৌরাত্ম্য

পুজোর ভিড়েও বাইকের উৎপাত অব্যাহত রইল শহরের রাস্তায়। দুজনের জায়গায় তিন-চারজন নিয়ে সওয়ারি, হেলমেট ছাড়া বাইক (Bike) চালাতেও দেখা গেল অনেককে। বিশেষ করে পুজোর কলকাতায় মধ্যরাত হতেই গতি তুলে বাইক নিয়ে কেরামতিও করতে দেখা গেল অনেককে। আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ফলত হাতেনাতে ধরাও পড়লেন অনেকে।

Many bike got fine during durga puja bt traffic police

কড়া নজর ছিল পুলিশের: পুজোর সময়ও শহরজুড়ে অতিরিক্ত তৎপরতা দেখা যায় পুলিশের। ট্রাফিক সামলানো থেকে শুরু করে সুরক্ষার দিকে যাতে কোনও খামতি না থাকে সেদিকে কড়া নজর থাকে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, এবার চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গের দায়ে পুলিশের হাতে ধরা পড়েছে বহু বাইক (Bike) আরোহী। এই চারদিনেই জরিমানা করা হয়েছে মোট ৬২৮৪ জনকে।

আরও পড়ুন : দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায়, দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলা ভিজবে? জেনে নিন

কতজনকে কেস দেওয়া হল: পুজোর সাজের সঙ্গে হেলমেট না পরার দায়ে জরিমানা হয়েছে ৩২৩১ জনের। তিনজন সওয়ারি নিয়ে বাইক চালিয়েও বিপাকে পড়েছে অনেকে। জরিমানা হয়েছে ১২৪০ জনের। অন্যদিকে রাস্তায় বেপরোয়া ভাবে বাইক (Bike) চালানোর জন্য পুলিশের হাতে পড়েছে ৫৬৮ জন।

আরও পড়ুন : জাঁকজমকে হার মানাবে তাবড় বিমানবন্দরকে, নবরাত্রি শেষেই নভি মুম্বই এয়ারপোর্ট উদ্বোধন মোদীর

শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগেও ধরা পড়েছে ৫০৪ জন। উচ্ছৃঙ্খল আচরণের কারণে ৩৪৮ জনকে পুজোর মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরও বিভিন্ন কারণে কেস রয়েছে ৭৪১ জনের বিরুদ্ধে।