বাংলাহান্ট ডেস্ক : টিনসেল টাউনে ফের বিতর্কের আঁচ। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিলেন গায়ক কুমার শানু (Kumar Sanu)। সম্প্রতি তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য অভিযোগ করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন রীতিমতো নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে। এমনকি গায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও আনেন তিনি। এবার সেই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমার শানু (Kumar Sanu)।
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কুমার শানুর (Kumar Sanu)
সম্প্রতি কুমার শানুর আইনজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, চার দশকেরও বেশি সময় ধরে কুমার শানু (Kumar Sanu) নিজের গানের মাধ্যমে মানুষকে বিনোদন দিয়েছেন। এমন একজন শিল্পীর মানহানি করতে যাওয়া দুঃখজনক বিষয়। এই ধরণের মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন গায়কের আইনজীবী।
কী বলা হয়েছে: ওই বিবৃতিতে আরও বলা হয়, কোনও ব্যক্তি বা মিডিয়া প্ল্যাটফর্মের অধিকার নেই সম্মান এবং পরিবারের মর্যাদা হানিকর চটকদার খবর তৈরি করার। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু হঠাৎ কেন এই বিতর্ক? কী এমন বলেছিলেন রীতা?
আরও পড়ুন : পুজো শেষ, আগামীকাল থেকেই অফিস! মেট্রো ঠিকঠাক চলবে তো কাল?
কী অভিযোগ গায়কের বিরুদ্ধে: এক সাক্ষাৎকারে শানুর (Kumar Sanu) বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আনেন প্রাক্তন স্ত্রী রীতা। তিনি জানান, তাঁর তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চরম দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অত্যাচারও করা হত তাঁর উপরে।
আরও পড়ুন : মুখার্জিদের পুজোয় বিশেষ আকর্ষণ, কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা
রীতা আরও অভিযোগ করেন, গর্ভাবস্থায় তাঁর সাজগোজ করা, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি ছিল না। এমনকি ঠিকমতো খেতেও নাকি পেতেন না তিনি। কুমার শানুর (Kumar Sanu) প্রাক্তন স্ত্রী বলেন, ‘ওরা যখন বাইরে বেরোত তখন রান্নাঘরে তালা দিয়ে যেত’। গায়কের পরিবার তাঁর সন্তানদের দুধ, চিকিৎসা টুকুও দিত না বলে অভিযোগ করেন শানুর প্রাক্তন স্ত্রী।