উৎসবের আমেজে মেট্রোর ভিড়ের নতুন রেকর্ড, লক্ষ্মীলাভের দিনে গড়ে দিল নজির

Published on:

Published on:

Kolkata Metro new chapter in the history of the metro during Puja setting a new precedent in the explosion of people

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর দুর্গাপুজোয় রেকর্ড লক্ষ্মী লাভ করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা যায় বিগত কয়েক বছরের তুলনায় ছাপিয়ে গিয়েছে এ বছরের উৎসবের মরশুমে মেট্রো পরিষেবা। তবে যাত্রী সাধারণের ফের আরো একবার অর্জন করে নিজেদের সেরার সেরা গণপরিবহন হিসাবে প্রমাণ করল কলকাতা মেট্রো।

মেট্রোতে চরম চাপ, ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি (Kolkata Metro)

সূত্রের খবর, দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রো (Metro)রেল আরো একবার গ্রাহকদের প্রত্যাশা পূরণ করেছে। পুজোর এই সময় প্রায় ৪৩.৬ লাখের বেশি মানুষ মেট্রো পরিষেবা (Kolkata Metro) নিয়েছে। যার মধ্যে ৪.৮৩ লাখের বেশি যাত্রী আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করেছে।

 Kolkata Metro new chapter in the history of the metro during Puja setting a new precedent in the explosion of people

আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভোগে নারকেল নাড়ু দেওয়া কেন অপরিহার্য? জেনে নিন কারণ ও সহজ রেসিপি

এমনকি, নবমীর দিন মেট্রোতে যাত্রী পরিষেবা হয়েছে প্রায় ৮.১৬ লাখ। এছাড়াও, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ব্লু লাইনে ৩৩.৫৮ লাখযাত্রী ভ্রমণ করেছেন। আর গ্রীন লাইনের ৯ লাখ এর বেশি যাত্রী ভ্রমণ করেছে। এই পুজোর সময় নতুন স্কিমের আওতায় প্রায় ১৮,৪৯৪ টি স্মার্ট কার্ড টিস্যু করা হয়েছে। এছাড়াও ১.৪৫ লাখের বেশি স্মার্ট কার্ড দশ বছরের জন্য রিনিউ করা হয়েছে বলে মেট্রোর তরফ থেকে খবর।

প্রসঙ্গত, বিগত বছরের ইতিহাসকে পিছনে ফেলে শুধুমাত্র সেপ্টেম্বরেই মেট্রোয় সওয়ার হয়েছেন ২.২৫ কোটি’র বেশি যাত্রী। যা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ বলেই মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে (Kolkata Metro)।