বাংলা হান্ট ডেস্কঃ বিজয়া দশমীতে পাকিস্তানকে তীব্র হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। গুজরাটের ভূজ মিলিটারি বেসে শস্ত্রপুজো সেরে তিনি স্পষ্ট বার্তা দেন যে, স্যর ক্রিক এলাকায় পাকিস্তান সেনা যদি আরও সামরিক পরিকাঠামো তৈরি করে, তাহলে ভারত এমন মোক্ষম জবাব দেবে, যাতে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যাবে।
শস্ত্রপুজো থেকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর (Rajnath Singh)
দশমীর দিন ভূজ বেসে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানে সেনাদের সঙ্গে অস্ত্রশস্ত্রের পূজা দেন তিনি। বিশেষভাবে পুজো করা হয় এল-৭০ এয়ার ডিফেন্স গান-এর, যা অপারেশন সিঁদুর চলাকালীন ব্যবহার হয়েছিল। এরপর কচ্ছের রানে স্যর ক্রিকের কাছে গিয়ে মোতায়েন সেনাদের সাহসিকতার প্রশংসা করেন রাজনাথ। পাকিস্তানের হুমকির মুখে সেনাদের বীরত্বকে তিনি দেশের গর্ব বলে উল্লেখ করেন।
প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) এদিন বলেন, “স্বাধীনতার ৭৮ বছর পরও সীমান্ত সমস্যা উসকে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। ভারত আলোচনার মাধ্যমে সমাধান চাইছে, কিন্তু ইসলামাবাদের উদ্দেশ্য অস্পষ্ট নয়।” তাঁর অভিযোগ, স্যর ক্রিক এলাকায় পাকিস্তান সেনা পরিকাঠামো বৃদ্ধি করছে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে।
স্যর ক্রিক আসলে ভারত-পাকিস্তান সীমান্তের ৯৬ কিলোমিটার দীর্ঘ এক জলপথ, যা গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের সিন্ধ প্রদেশকে আলাদা করেছে। আগে এর নাম ছিল বন-গঙ্গা, পরে ব্রিটিশরা নাম দেয় স্যর ক্রিক। ভারতের দাবি, সীমান্ত মাঝ বরাবর হওয়া উচিত, কিন্তু পাকিস্তান চাইছে পূর্ব প্রান্তে, ভারতের দিক ঘেঁষে। আন্তর্জাতিক ট্রাইবুনালের রায়ও পাকিস্তান মানেনি।
ইতিহাস টেনে বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর
এদিন রাজনাথ (Rajnath Singh) স্মরণ করিয়ে দেন ১৯৬৫-র যুদ্ধের কথা। তিনি বলেন, “তখন ভারতীয় সেনা লাহোর অবধি পৌঁছে যাওয়ার ক্ষমতা দেখিয়েছিল। আজ পাকিস্তান ভুলে যেও না, করাচি যাওয়ার একটা রাস্তা কিন্তু স্যর ক্রিক দিয়েই যায়।” এছাড়া তিনি আরও বলেন যে, “অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান লেহ থেকে স্যর ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনা পাক এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দেয়, গোটা বিশ্বকে বার্তা দেয় যে ভারত চাইলে পাকিস্তানকে ভয়ানক ক্ষতি করতে পারে।”
আরও পড়ুনঃ গঙ্গার ঘাটে মাঝি-দাঁড়িরাই ভরসা, বিসর্জন নিরাপত্তায় কড়া নজরদারিতে কলকাতা পুলিশ
শেষে প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বিএসএফ ও সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের জওয়ানরা সীমান্তে সবসময় নজরদারিতে রয়েছেন। পাকিস্তান যদি কোনও দুঃসাহস দেখায়, তার জবাব এমন দেওয়া হবে যা ইতিহাসে লেখা থাকবে।”