বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের বিপদের আশঙ্কা বাংলায়। দুর্গাপূজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক বাড়াচ্ছে ডিভিসি। সংস্থাটি শনিবার থেকে প্রায় ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে। এই বিপুল জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদী উপচে পড়তে পারে বলে আশঙ্কা (Weather Update) করা হচ্ছে।
নিম্নচাপের প্রভাব বাড়ছে বাংলায় (Weather Update)
ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলভাগে ঢুকে পড়েছে। বর্তমানে সেটি অবস্থান করছে গোপালপুর উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর সরাসরি প্রভাব পড়বে বাংলাতেও। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে (Weather Update)।
উত্তরবঙ্গেও জারি সতর্কবার্তা
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে অনুযায়ী আগামী তিন দিন উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বিপদের সম্ভাবনা রয়েছে (Weather Update)। অতি ভারী বৃষ্টির আশঙ্কা করে কমলা সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও সিকিমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি আচমকা হড়পা বান নামার সম্ভাবনাও রয়েছে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে যাবে’, শস্ত্রপুজো সেরে পাকিস্তানকে সতর্কবার্তা প্রতিরক্ষামন্ত্রীর
শুধু ভারী বর্ষণই নয়, সিকিম এবং ভুটানের দিক থেকে আসা পাহাড়ি জলের জন্যও বিপদ আরও ঘনীভূত হতে পারে। এর ফলে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বেড়ে গিয়ে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে। পর্যটকদের উদ্দেশ্যে তাই বিশেষ সতর্কবার্তা অবলম্বনের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update)।