শরতের শেষে নিরিবিলি বেড়ানোর জন্য, পরিবার বা প্রিয়জনদের নিয়ে এই ৩ জায়গা ঘুরে দেখুন

Published on:

Published on:

Travel for a peaceful trip in the light touch of winter choose these 3 places

বাংলা হান্ট ডেস্ক: বহু মানুষ পুজোর সময় নিজের শহর ছেড়ে যেতে চান না অন্য কোথাও। তবে বাঙালির পায়ের তলায় রয়েছে সরষে। কারণ হুজুকপ্রিয় বাঙালি পুজো শেষ হতে না হতে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে (Travel)। এবার আপনিও যদি ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ের কথা ভাবেন। তাহলে কার্শিয়াং বা দার্জিলিং এ না গিয়ে যেতে পারেন নিরিবিলি কোথাও। রইল সেই সমস্ত জায়গার নাম।

শীতের হালকা ছোঁয়ায় নিরিবিলি ভ্রমণ, পছন্দ করুন এই ৩ জায়গা (Travel)

ছোটবেলা থেকে এই পুজো নিয়ে সকলের মনে আনন্দ একটু বেশিই থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাজের চাপে সেই আনন্দ কোথাও গিয়ে কিছুটা ফিকে হয়। কারণ, এই পুজোতে হয়তো সকল বন্ধু-বান্ধবের সাথে দেখা করা যায় না। আর যদি দেখাও হয় তাহলে কয়েকদিনের ছুটি নিয়ে বন্ধুবান্ধবেরে মিলে ঘুরতে যেতে পারেন এই জায়গাগুলিতে (Travel)। পরিবার ও প্রিয়জনকে নিয়ে এই পুজোর পর স্বল্প টাকা খরচ করে ঘুরতে যেতে পারেন এই তিনটি জায়গায় (Travel)।

Travel for a peaceful trip in the light touch of winter choose these 3 places

আরও পড়ুন: FD বা PF-এ সব সঞ্চয়? অবসরে আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নানা বিকল্প বিবেচনা করুন

অহলধারা: পরিবার অথবা প্রিয় জনকে নিয়ে আপনি দার্জিলিং যদি ঘুরতে যান তাহলে কার্শিয়াংয়ের ছোট্ট জনপদ অহলধারা। সেখানের সেল্পু পাহাড়ে অবস্থিত একটি পাহাড়ি চূড়া। এখানের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কার্শিয়াঙের ৩৬০ ডিগ্রি ‘ভিউ’ দেখতে পাবেন আপনি। পাশাপাশি এক দিকে পাইনের বন, অন্য দিকে পাহাড়। সমতলে এঁকেবেঁকে বয়ে চলেছে তিস্তা। এর পাশাপাশি রাতের নিস্তব্ধতাও যেন প্রাণ ভরিয়ে দেয়।

তাবাকোশি: আপনি মিরিক থেকে কিছুটা দূরত্বে রয়েছে তাবাকোশি। এখানে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা এই পাহাড়ি গ্রামে এখন পর্যটকদের আনাগোনা বাড়ছে। রাংভাং নদীর উপর এক গ্রাম এই তাবাকোশি। এখানে গেলে আপনি জোড়পোখরি, লেপচাজগৎ, পশুপতি মার্কেট, গোপালধারা চা বাগানে যেতে পারেন।

বাগোড়া: উত্তরবঙ্গের কার্শিয়াঙের কাছেই রয়েছে বাগোড়া গ্রাম। এখানে থেকে বাগোড়া যেতে সময় লাগে প্রায় আধ ঘণ্টা। এই জায়গাটি ছিমছাম সবুজে মোড়া বাগোড়া পক্ষীপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এখানে আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করবে (Travel)।