ক্রেতাদের মুখে হাসি!২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কমল পুজো মিটতেই,১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price of 22 and 24 carats rise as Puja ends see today's rates

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আবহে ক্রমাগত সোনার দাম ( ঊর্ধ্বমুখী থাকায় চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল মধ্যবিত্তদের। তবে উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক সোনার দাম (Gold Price)। একনজরে দেখুন আজকের গোল্ড রেট।

পুজো শেষ হতেই ২২ ও ২৪ ক্যারেটের দাম, দেখুন আজকের রেট (Gold Price)

সোনার দামে (Gold Price) ক্রমাগত বাড়ছে। তার উপর উৎসবের আবহে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১ হাজারের গণ্ডি। তবে বিজয়া দশমীর পর কিছুটা হলেও কমেছে সোনার দাম। এক নজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস।

Gold Price of 22 and 24 carats rise as Puja ends see today's rates

আরও পড়ুন: পরোটা বানাতে গিয়ে সমস্যা? এই কৌশলগুলো মেনে চলুন, ফেটে না গিয়ে সুন্দর ও নরম পরোটা পাবেন

শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ১০,৮২০ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১১,৮০৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৮,৮৫৩ টাকা। গতকাল প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১১,৮৬৯ টাকা। ২২ ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম ছিল ১০,৮৮০ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ৮,৯০২ টাকা। প্রসঙ্গত গতকালের থেকে আজ প্রতি গ্রামে ৬০ টাকা করে সোনার দাম কমেছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও অব্যাহত রয়েছে। তবে রুপোর দাম আজ প্রতি কেজিতে ১০০ টাকা করে বেড়েছে। অতএব আজকে রুপোর দাম হয়েছে, ১,৫৩,১০০ টাকা।

প্রসঙ্গত, সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর (Gold Price)।