আর প্রয়োজন হবে না সিম? 4G-র পর এবার বড় চমক BSNL-এর, শুরু হতে চলেছে বিশেষ পরিষেবা

Published on:

Published on:

BSNL is about to start this special service.

বাংলাহান্ট ডেস্ক: এবার গ্রাহকদের জন্য আরও সুরক্ষিত ও নমনীয় পরিষেবার প্রতিশ্রুতি দিল বিএসএনএল (BSNL)। এতদিন শুধুমাত্র বেসরকারি টেলিকম সংস্থাগুলিই ই-সিম পরিষেবা দিত। কিন্তু এবার সেই প্রতিযোগিতার বাজারে পা রাখল বিএসএনএলও। এর ফলে এমন সব গ্রাহক, যাঁদের স্মার্টফোনে কেবল একটি ফিজিক্যাল সিমের স্লট রয়েছে এবং দ্বিতীয় জায়গায় ই-সিম ব্যবহারের সুবিধা আছে, তাঁরা এখন থেকে বিএসএনএলের ই-সিম ব্যবহার করতে পারবেন। এতে দেশজুড়ে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য ও সুরক্ষিত টেলিকম পরিষেবা নিশ্চিত হবে।

বিএসএনএলের পরিষেবায় নতুন মাত্রা (BSNL)

এই পরিষেবা চালুর জন্য বিএসএনএল (BSNL) হাত মিলিয়েছে টাটা কমিউনিকেশনের সঙ্গে। টাটার অত্যাধুনিক MOVE প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে ই-সিম সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টের জন্য। উল্লেখযোগ্যভাবে এই প্রযুক্তি জিএসএমএ (GSMA) দ্বারা স্বীকৃত এবং সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে সংস্থা। বিএসএনএলের ই-সিম কাজ করবে 2G, 3G এবং 4G নেটওয়ার্কে। ফলে গ্রাহকদের আর আলাদা দুটি সিম কার্ড সঙ্গে রাখার ঝামেলা থাকবে না। পাশাপাশি এই ই-সিম ব্যবস্থার ফলে মোবাইল পরিষেবা হবে আরও নমনীয় এবং নিরাপত্তার দিক থেকেও আরও মজবুত।

আরও পড়ুন: ঠাকুর দেখাতে নিয়ে গিয়ে নাবালিকাকে ইটভাটায় ‘গণধর্ষণ’, গ্রেপ্তার অভিযুক্ত ৩

বিএসএনএলের (BSNL) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এ. রবার্ট রবি বলেন, ‘‘প্যান-ইন্ডিয়া ই-সিম পরিষেবা চালুর মাধ্যমে ভারতের টেলিকম পরিকাঠামো আরও এক ধাপ এগিয়ে গেল। টাটা কমিউনিকেশনের সহযোগিতায় এই পরিষেবা গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেবে এবং দেশের ডিজিটাল স্বাধীনতাকে আরও শক্তিশালী করবে।’’

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর থেকেই বিএসএনএল (BSNL) প্রায় ৯৮ হাজার টাওয়ারের সাহায্যে দেশজুড়ে ৪জি পরিষেবা চালু করেছে। সংস্থার দাবি, প্রাথমিক পরীক্ষায় বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক যথেষ্ট ভালো পারফর্ম করেছে। সেই সঙ্গে, এ বছরের শেষের মধ্যেই ৫জি পরিষেবাও চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। জানা গিয়েছে, প্রথম ধাপে দিল্লি এবং মুম্বইতে বিএসএনএল ৫জি পরিষেবা চালু করবে।

BSNL is about to start this special service.

আরও পড়ুন: জোর করে নিয়ে যাওয়া হয় সাঁতার কাটতে! জুবিনের মৃত্যুতে বিষ্ফোরক স্ত্রী, কার দিকে তুললেন আঙুল?

সরকারও চায় দ্রুত বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিতে বিএসএনএল (BSNL) যেন ৫জি পরিষেবা শুরু করে। ইতিমধ্যেই ফিক্সড-লাইন, ওয়্যারলেস সার্ভিস থেকে শুরু করে স্যাটেলাইট সংযোগ— প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিচ্ছে বিএসএনএল। ফলে গ্রাহকদের জন্য এই নতুন ই-সিম পরিষেবা কেবলমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং প্রতিযোগিতার বাজারে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।