বাংলাহান্ট ডেস্ক : নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। জানা যাচ্ছে নিয়োগ হতে চলেছে টেকনিক্যাল অফিসার পদে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর : 04/2024
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 02.03.2024
পদের নাম : টেকনিক্যাল অফিসার
আরোও পড়ুন : ইঞ্জিনিয়ার থেকে IAS, এক চান্সেই UPSC ক্লিয়ার করে নজির গড়লেন সৃষ্টি
মোট শূন্য পদের সংখ্যা : ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৭ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই Handloom অথবা Textiles Technology এর উপর ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে। তার সাথে থাকতে হবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা। এর সাথে বাংলা ও নেপালি ভাষা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : সর্বোচ্চ ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে।
আরোও পড়ুন : দুর্নীতির সাথে আপোষ নয়! ছেড়েছিলেন WBCS চাকরি, অবাক করবে অভিজিৎ গাঙ্গুলীর উত্থান
মাসিক বেতন : 2019 সালের WBS(ROPA) এর লেভেল 12 হিসেবে বেতন প্রদান করা হবে। 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন নির্বাচিত প্রার্থী।
নিয়োগ পদ্ধতি : লিখিত ও ইন্টারভিউ রাউন্ডের মাধ্যমে এই নিয়োগ হবে। জানা যাচ্ছে লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। ইংরেজি ও বাংলা এই দুই ভাষায় প্রশ্নপত্র থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে।
আবেদন পদ্ধতি : অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। https://wbpsc.gov.in – এই ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র। সবশেষে আবেদনমূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
আবেদন মূল্য : GEN, OBC, EWS প্রার্থীদের আবেদন মূল্য লাগবে 210 টাকা।