ডেড লাইন ‘কালীপুজো’, ভোটের আগে বিজয়ার জনসংযোগে কড়া রোডম্যাপ আঁকলেন অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee to Lead Trinamool’s Last Vijaya Sammilani Before 2026 Polls

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আবহ কাটতে না কাটতেই জনসংযোগে ফের জোর দিতে চাইছে রাজ্যের শাসক দল। কারণ, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে বিজয়াকে হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেকের (Abhishek Banerjee) কেন্দ্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান

আগামী ১৩ অক্টোবর ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে আয়োজিত হতে চলেছে বড়সড় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সূত্রের খবর, আমতলায় আয়োজিত এই মেগা অনুষ্ঠানে যোগ দেবেন খোদ অভিষেক (Abhishek Banerjee)। সূত্রের খবর, সম্মিলনী অনুষ্ঠানে দলের ব্লক ও জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। আসন্ন নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করার দিকেই অভিষেক বিশেষ নজর দিতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, প্রতি বছরই বিজয়া সম্মিলনীর মাধ্যমে সংগঠনের ভিত আরও শক্ত করতে উদ্যোগ নেয় তৃণমূল। তবে এবারের আয়োজন আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ আসন্ন বিধানসভা ভোটের আগে এটাই শেষ বিজয়া সম্মিলনী।

সূত্রের খবর, আগামী ৫ অক্টোবরের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হবে বিজয়া সম্মিলনী। ইতিমধ্যেই জেলা নেতৃত্বদের কাছে পাঠানো হয়েছে বক্তাদের তালিকা। এই তালিকায় রয়েছে ৫০ জনেরও বেশি বক্তার নাম, এবং প্রত্যেকটি নাম অনুমোদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে।

কারা বক্তব্য রাখবেন?

যাঁরা বক্তব্য রাখবেন তাঁদের পূর্ণাঙ্গ তালিকা যদিও এখনও প্রকাশ্যে আসেনি। তবে দলের শীর্ষ নেতা-নেত্রীরা, জনপ্রতিনিধি বিধায়ক, যুবনেতা ও ছাত্রনেতাদেরই সুযোগ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একাংশের মতে, ভোটের আগে ঘরে ঘরে পৌঁছতে স্থানীয় স্তরের কর্মীদেরও প্রচারে বেশি গুরুত্ব দিতে চাইছে দল।

Abhishek Banerjee to Lead Trinamool’s Last Vijaya Sammilani Before 2026 Polls

আরও পড়ুনঃ ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC, দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কায় সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ষ্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আগামী ১৮ অক্টোবরের মধ্যেই রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনী শেষ করতে হবে। অর্থাৎ কালীপুজো অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শাসক শিবিরের তরফে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই সম্মিলনী তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।