বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে মায়ের কৈলাসে যাওয়ার সময় চলে এসেছে। চারদিন পুজোর পর আসে দশমী। এই দিন মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুর খেলা। কিন্তু এই খেলাই হয় অনেক সময় বিপত্তির। কারণ সাধের সারিতে লেগে যায় সিদুরের লাল রং। আর তাতেই চিন্তায় পড়েন মহিলারা। কারণ শাড়ি যদি সাদা হয় তাহলে সিঁদুরের দাগ আর উঠবে না। তবে আর চিন্তা করার কিছু নেই আজ আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব, যা দিয়ে আপনি শাড়ির লাল রং তুলে ফেলতে পারবেন নিমেষে (Durga Puja)
প্রিয় সাদা শাড়ি নষ্ট হওয়ার ভয়? সিঁদুরের দাগ উঠবে ঘরোয়া টোটকায় (Durga Puja)
দশমীর দিন সিঁদুর (Sindur) খেলার সময় কোন কিছু মনে থাকে না। তবে যখন হুশ ফিরে ততক্ষণে আপনার পছন্দের শাড়িতে সিঁদুরের দাগ লেগে গিয়েছে। আর তাতেই আপনার মন খারাপ। তবে সেক্ষেত্রে চিন্তা না করে বাড়িতে থাকার ভিনিগার ব্যবহার করতে পারেন (Durga Puja)।
আরও পড়ুন: ক্রেতাদের মুখে হাসি!২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কমল পুজো মিটতেই,১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত?
কিভাবে ব্যবহার করবেন? প্রথমে একটি জায়গায় জল নিন। এরপর তাতে ভিনিগার দিয়ে দিন। তারপর শাড়ির যে জায়গায় লাল দাগ লেগেছে শুধু সেই অংশটা ওই জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতেই দাগ হালকা হয়ে যাবে। পাশাপাশি শাড়িটি ভালোভাবে ধুয়ে ফেলুন (Durga Puja)।
তাছাড়া, শাড়ির লাল দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। তারপর একটি শুকনো কাপড় নেবেন। তা দিয়েই শাড়ির শেভিং ক্রিম লাগানো জায়গায় ঘষতে থাকুন। তাহলেই দাগ হালকা হয়ে আসবে।
অথবা, ব্যবহার করতে পারেন বরফ। যেখানে দাগ লেগেছে সেখানে বরফ ঘষতে থাকবেন। দেখবেন সিঁদুরের দাগ উঠে যাবে। অথবা ব্যবহার করতে পারেন স্যানিটাইজার। স্যানিটাইজার স্প্রে করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই সিঁদুরের দাগ উঠে গিয়েছে (Durga Puja)।