বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব (Durga Puja 2025)। শারদোৎসব মানে শুধুই যে মিলনের উৎসব তেমনটা কিন্তু নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে বাংলার বাণিজ্যেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বছরের হিসেব দেখতে গেলে এবার একলাফে ১০ থেকে ১৫ শতাংশ বাণিজ্য বেড়েছে। এমনটাই জানা যাচ্ছে।
দুর্গাপুজোয় ব্যবসায় লক্ষ্মী | Durga Puja 2025
সব মিলিয়ে এবছর ৪৬ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই (PTI)। গত বছর কিছুটা বাণিজ্য কম হলেও এবারে হয়েছে বিপুল লক্ষ্মীলাভ। এর দ্বারা রাজ্যের সাধারণ ব্যবসায়ী-শিল্পীরা উপকৃত হয়েছেন।
উল্লেখ্য, দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিবছরই কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। কর্পোরেট হাউসের পাশাপাশি অন্যান্য মাঝারি, ছোটখাটো দেশীয় সংস্থা মিলিয়ে রাজ্যে পুজোর পিছনে বিরাট পরিমাণ বিনিয়োগ হয়। পিটিআইকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নিশ্চিতভাবেই এবারে পুজোর অর্থনীতি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
অর্থমন্ত্রীর কথায়, ”এবছর পুজোর অর্থনীতি নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হয়েছে। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা কঠিন। আপাতত আমরা অপেক্ষা করব সমস্ত দপ্তর খোলার। তারপরই সঠিক তথ্যটা পাওয়া যাবে।” অন্তত ১৫ শতাংশের বৃদ্ধির আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালেও দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আয় হয়েছিল বলে জানা গিয়েছিল। ২০২৪ সালে যা সব মিলিয়ে ৪২ হাজার কোটির মত পুজোর বাণিজ্য হয়েছিল। এবারে তার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি।
আরও পড়ুন: পুজোর মধ্যেই রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা এই শিল্পগোষ্ঠীর, বললেন, মুখ্যমন্ত্রীর জন্য বাংলা…
এদিকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এবার সম্ভবত বিদ্যুতের চাহিদা ১২০০০ মেগাওয়াটও ছাপিয়ে যাবে। গতবারে সেই চাহিদা ছিল ৯৯১২ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদাও অনেকটাই বেড়েছে। ফলে সেই খাতেই লভ্যাংশ নিশ্চিতভাবেই বাড়বে বলেই জানিয়েছেন অরূপবাবু।