বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর বিজয়া দশমী মানেই ভক্তি, আনন্দ আর নতুন আশার বার্তা। পুজোর শেষে বাঙালির মনে থাকে মিলন আর শুভেচ্ছার আবহ। কিন্তু সেই পবিত্র দিনেই হঠাৎই বিতর্কের কেন্দ্রে উঠে এল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। অভিযোগ, কোনওরকম আগাম বার্তা ছাড়াই একসঙ্গে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। আর সেই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বার্তা দেন তিনি।
“আনন্দের সময়ে অশান্তি তৈরি করার চেষ্টা”, বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বিজয়া দশমী হল আনন্দ, মিলন আর আশার সময়। অথচ শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করার পরিবর্তে ডিভিসি একতরফা সিদ্ধান্তে ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিল। এর ফলে বাংলার মানুষকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন কাজ।” মুখ্যমন্ত্রীর অভিযোগ করে বলেন, “এই পদক্ষেপ আসলে উৎসবের আবহে অশান্তি তৈরি করার চেষ্টার সমান।”
ডিভিসির তৈরি বিপর্যয়?
এদিন ডিভিসিকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা (Mamata Banerjee) লিখেছেন, “এই একতরফা সিদ্ধান্ত লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। কোনওরকম সতর্কবার্তা ছাড়াই জলছাড়ের ফলে লক্ষ লক্ষ মানুষ বিপদের মুখে পড়েছে। এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ডিভিসির তৈরি এক মানবসৃষ্ট বিপর্যয়।” মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার জনগণের জীবন-জীবিকা নিয়ে এভাবে ছেলেখেলা করা চলতে পারে না।
“বাংলার বিসর্জন কেউ ঘটাতে পারবে না”
দশমীর দিনেই কঠোর হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন যে, “আমি কাউকে বাংলার বিসর্জন ঘটাতে দেব না। বাংলার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, তার প্রতিরোধ হবে পূর্ণ শক্তিতে। শেষমেশ সত্যেরই জয় হবে, মিথ্যার পরাজয় হবেই। শুভশক্তি অশুভের উপর বিজয়ী হবেই। জয় মা দুর্গা!”
আরও পড়ুনঃ বিসর্জনের শোভাযাত্রায় ‘খেলা হবে’ স্লোগান, নজিরবিহীন রাজনৈতিক রেষারেষি বালুঘাটে
মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এই বক্তব্য স্পষ্ট করেছে যে, ডিভিসির পদক্ষেপে তিনি শুধু ক্ষুব্ধই নন, বরং কড়া প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। বিজয়ার আবহে তাঁর এই বার্তা রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছে যে প্রশাসন জনগণের পাশে রয়েছে।