বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুরক্ষার্থে নানান উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। দেশের সবথেকে জনপ্রিয় গণপরিবহনের মধ্যে অন্যতম হওয়ায় প্রতিদিন বহু মানুষ রেলের পরিষেবা নিয়ে থাকেন। আর এবার দীর্ঘদিনের এক দাবি পূরণে উদ্যোগী হল রেলওয়ে (Indian Railways)। তৈরি হতে চলেছে নতুন রেললাইন। এর ফলে বিহটার সঙ্গে অনুগ্র নারায়ণ রোড জংশনের সরাসরি সংযোগ হবে। ইতিমধ্যেই এই নতুন রেললাইন তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে রেলের (Indian Railways) তরফে। অর্থও বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।
নতুন প্রকল্প তৈরি করছে ভারতীয় রেল (Indian Railways)
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এই প্রকল্পের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন। মোট ১১৭ কিমি দীর্ঘ রেললাইনটির দৌলতে জেহানাবাদ, ঔরঙ্গাবাদ, পটনার যাত্রীরা প্রচুর সুবিধা পাবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়েকে এই নতুন রেললাইন (Indian Railways) নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে।
মিলেছে রেলের অনুমোদন: এই প্রকল্প মগধ এবং শাহাবাদ অঞ্চলের আর্থিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও অনুগ্রহ নারায়ণ রোড থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত রেললাইন নির্মাণের অনুমোদন মিলেছিল। ১৩ কিমি দীর্ঘ সেই রেললাইন (Indian Railways) নির্মাণের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার আবারও এক নতুন রেললাইন নির্মাণের অনুমোদন দেওয়া হল রেলের তরফে।
আরও পড়ুন : জোর করে নিয়ে যাওয়া হয় সাঁতার কাটতে! জুবিনের মৃত্যুতে বিষ্ফোরক স্ত্রী, কার দিকে তুললেন আঙুল?
কী সুবিধা মিলবে: এই নতুন প্রকল্পের ফলে পটনা থেকে অরবল এবং ঔরঙ্গাবাদের মধ্যে রেলপথে সরাসরি সংযোগ তৈরি হবে। এতদিন এই অঞ্চলে পটনা থেকে মগধ যেতে গয়া এবং জেহানাবাদ হয়ে যেতে হত। কিন্তু নতুন রেললাইন তৈরি হলে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেক কম লাগবে।
আরও পড়ুন : মাঝপথে বন্ধ রপ্তানি, ১৪ দিনে কত টাকার ইলিশ ভারতে পাঠাল বাংলাদেশ?
এই রেললাইন তৈরি হলে ডিডিইউ-পটনা-ঝাঝা মেল লাইন, ডিডিইউ-গয়া-কোভারমা লাইন এর মধ্যেও তৈরি হবে বিকল্প রুট। এর ফলে গন্তব্য স্থলে পৌঁছাতে আরও কম সময় লাগবে যাত্রীদের।