দশমীর মেলা শেষে ফেরার পথে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন চার যুবক

Published on:

Published on:

Vande Bharat Express accident 4 youths lost their lives

বাংলা হান্ট ডেস্ক: সাত সকালে ঘটে গেল এক নির্মম ঘটনা। বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল চারজনের। ঘটনাটি ঘটেছে বিহারে। জানা যায় বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ভোরে এই নির্মম দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি এই ঘটনায় যখন হয়েছে আরো কয়েকজন। তাদের মধ্যে একজন অবস্থা হাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে পূর্ণিয়া জেএমসিএঅইচ- এ।

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যুমিছিল, সকালেই নেমে এল শোক (Vande Bharat)

সূত্রের খবর, দুর্গা মেলার সংস্কৃতি অনুষ্ঠান দেখে ফিরছিলেন কয়েকজন যুবক। এই দিন ভোরে জগমনি পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এসে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আর একজনের।

Vande Bharat Express accident 4 youths lost their lives

আরও পড়ুন: সিঁদুরে দাগ লেগে গিয়েছে প্রিয় শাড়িতে? চিন্তা নয়, কাজে আসবে এই টিপস

জানা যায়, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন সাধারণ মানুষজন। তারাই আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে এই ঘটনার পর স্থানীয় মানুষজনের ক্ষোভ সামাল দিতে দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। তারপর পুলিস মৃতদেহগুলি তুলে নিয়ে গিয়ে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

যদিও এই বিষয়ে রেল এর পূর্ণিয়া ডিভিশনের মুন্না কুমার সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বন্ধ ভারত এক্সপ্রেস যবনপুর ক্রসিং পার করছিল। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, এই বন্দে ভারত এক্সপ্রেসটি গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাবে এই ট্রেনের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই নিয়মিত এই রুটে যাতায়াত করছিল। তবে এই কয়দিনের মাথায় এমন দুর্ঘটনা ঘটায় সকলে আশ্চর্য হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি (Vande Bharat Express) ।