বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আনন্দের মধ্যে হঠাৎ তীব্র চাঞ্চল্য ডায়মন্ড হারবারে (Diamond Harbor)। একাধিক রেস্টুরেন্ট ও খাবারের দোকানে পচা ও দু-তিন দিনের পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে হানা দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভা ও দমকলের যৌথ দলও অংশ নেয়। তল্লাশি চালিয়ে অনেক মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ডায়মন্ড হারবারে (Diamond Harbor) পচা খাবারের অভিযোগে আতঙ্কিত এলাকাবাসী
পুরসভা সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারের (Diamond Harbor) একাধিক রেস্তোরাঁয় পচা মাংস ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অভিযোগ উঠেছিল। তদন্তকারীরা অভিযান চালিয়ে দু-তিন দিনের বাসি মাংস সহ পচা মাংসেরও হদিশ পান।
খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা তা বাজেয়াপ্ত করেন। শুধু পচা মাংস নয়, অনেক হোটেলে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। এই ঘটনায় শারীরিক অসুস্থতার আশঙ্কাও বাড়ছে।
সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখার পরও কোনও মালিককে গ্রেপ্তার করা হয়নি। তবে প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, নিয়ম না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রেস্তোরাঁর মালিকরা এই ঘটনার পর নিয়ম মেনে দোকান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুনঃ ভোটার তালিকার সমীক্ষা শুরুর আগে বড় পদক্ষেপ, বাংলায় নতুন ২ আধিকারিক নিয়োগ করল কমিশন
এই অভিযানের পর থেকেই ডায়মন্ড হারবারে (Diamond Harbor) খাদ্য নিরাপত্তা নিয়ে জনসাধারণের সচেতনতা বেড়েছে। যদিও এখনো আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয় মানুষজন প্রশাসনকে বিশেষভাবে নজরদারি চালানোর কথা জানিয়েছেন। কিন্তু এই ঘটনায় এখনও স্তম্ভিত এলাকাবাসী। পুজোর সময় কি খাবার খেয়েছেন তাঁরা, শরীর খারাপ হবে কিনা, এখন সেই চিন্তাতেই রয়েছে ডায়মন্ড হারবারের মানুষ।