মুম্বইতে বিরাট যজ্ঞ, বাবার পথে হেঁটেই অভিনয়ে ডেবিউ, কবে আসছে তৃষাণজিতের প্রথম ছবি?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন ছিল আগে থেকেই। এবার তাতে পড়ল শিলমোহর। বংশের ধারা বজায় রেখেই অভিনয় জগতে পদার্পণ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র তৃষাণজিৎ (Trishanjit Chatterjee)। পুজোর মাঝেই এল সুখবর। সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই শুরু হয়ে যাবে শুটিং।

অভিনয়ে পা রাখছেন তৃষাণজিৎ (Trishanjit Chatterjee)

শোনা যাচ্ছে, এসভিএফ প্রযোজনা সংস্থার হাত ধরেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তৃষাণজিৎ (Trishanjit Chatterjee)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে এবার জানা গেল বড় খবর।

Prosenjit son trishanjit chatterjee is going to debut in tollywood

যজ্ঞের আয়োজন করেন বিশ্বজিৎ: নাতির অভিনয়ে অভিষেকের আগে নাকি মুম্বইয়ে দুর্গাপুজোয় বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইতে তাঁর দুর্গাপূজা বিশেষ নাম করা। এবার সেখানেই যজ্ঞে বসতে দেখা গিয়েছে মিশুক ওরফে তৃষাণজিৎকে (Trishanjit Chatterjee)। এই দুর্গাপুজোয় নিজে উপস্থিত থেকে দায়িত্ব সামলান অর্পিতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। উপরন্তু ‘দেবী চৌধুরাণী’ ছবির প্রচারেও ছেলের অভিনয়ে আসার খবর অস্বীকার করেননি প্রসেনজিৎ।

আরও পড়ুন : মাঝপথে বন্ধ রপ্তানি, ১৪ দিনে কত টাকার ইলিশ ভারতে পাঠাল বাংলাদেশ?

কবে হবে ছবির শুটিং: অবশ্য শুধু তৃষাণজিৎ (Trishanjit Chatterjee) নয়, বিশ্বজিতের আরেক কন্যা সম্ভাবী চট্টোপাধ্যায়ও অভিনয়ে পা রাখছেন বলে খবর।বাবার পরিচালনায় ‘অগ্নিযুগ দ্য ফায়ার’ ছবিতে তিনি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। অপরদিকে সব ঠিকঠাক থাকলে তৃষাণজিতের (Trishanjit Chatterjee) শুটিংও শুরু হবে চলতি বছরেই।

আরও পড়ুন : ৩৬০০ কোটি খরচ করে ১১৭ কিমি রেললাইন! বড় প্রকল্পের অনুমোদন দিল ভারতীয় রেল

প্রসঙ্গত, তৃষাণজিতের অভিনয়ে আসা নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। অনেকেই ভেবেছিলেন ঠাকুরদা, বাবা মায়ের পথ অনুসরণ করবেন মিশুকও। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। তৃষাণজিৎকে পরবর্তী প্রজন্মের নায়ক হিসেবে দেখতে উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা।