বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোর সমাপ্তি। টানা পাঁচদিনের উন্মাদনা শেষে শহর আবার পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। গতকাল গিয়েছে বিজয়া দশমী। এখনও বহু মণ্ডপেই প্রতিমা বিসর্জন না হলেও বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো শুরু হয়ে গিয়েছে। এবার বিজয়ার শুভেচ্ছা জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)।
বিজয়ার শুভেচ্ছা জানালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)
সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার) একটি পোস্ট করেছেন তন্ময় (Tanmoy Ghosh)। টুইটে তিনি লিখেছেন, ‘শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ শক্তির প্রত্যয়ী উদয়ের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ হোক।’ সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘উদারতা, ভালো আচরণ, ভদ্রতা, আদর্শগত অবস্থানকে প্রায়ই দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এটা আসে শিক্ষা, সংষ্কৃতি এবং প্রজ্ঞা থেকে যা একজন ব্যক্তিবিশেষের শক্তি’।
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। 🙏
শুভ শক্তির প্রত্যয়ী উদয়ের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ হোক।
Generosity, Good Behaviour, Politeness, Ideological Stand are often considered as weakness but it comes from Education, Culture & Wisdom which are strengths of an individual.
Let… pic.twitter.com/yPeZUesa64
— Tanmoy Ghosh (@Tanmoy_Fetsu) October 2, 2025
কী লিখেছেন তিনি: এরপরে ওই টুইটে তিনি আরও লিখেছেন, ‘খারাপের উপরে ভালো চেতনার জয় হোক! আপনাকে এবং আপনার পরিবারকে জানাই বিজয়ার শুভেচ্ছা’। তৃণমূল মুখপাত্রের (Tanmoy Ghosh) টুইটটি নিয়ে এখন চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন : ৩৬০০ কোটি খরচ করে ১১৭ কিমি রেললাইন! বড় প্রকল্পের অনুমোদন দিল ভারতীয় রেল
দুর্গাপুজোয় মাতল শাসক দল: শারদীয়ার কয়েকদিন অবশ্য রাজনীতি ছেড়ে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের। অষ্টমীতে মেয়েকে নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দমদমের পুজো মণ্ডপে গিয়েছিলেন তিনি। আজানিয়াকে নিয়ে ঘুরে দেখেন মণ্ডপ, বাইরে বেরিয়ে কয়েকজন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তৃণমূল সাংসদ। তাঁদের সঙ্গে ফুচকা খেতেও দেখা যায় অভিষেককে।
আরও পড়ুন : মুম্বইতে বিরাট যজ্ঞ, বাবার পথে হেঁটেই অভিনয়ে ডেবিউ, কবে আসছে তৃষাণজিতের প্রথম ছবি?
এরপর নবমীতেও মেয়েকে সঙ্গে নিয়ে চালতাবাগান পুজোর মণ্ডপ পরিদর্শন করেন অভিষেক। শিল্পীর কাছে শোনেন পুজোর থিম। দর্শন করেন প্রতিমা। মণ্ডপে বাংলার বিভিন্ন মনীষীদের মূর্তি রাখা হয়েছে। সেই মনীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক (Abhishek Banerjee)।