পুজোতেও বাজিমাত জি বাংলার, একাদশীতে কে হল বেঙ্গল টপার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো শেষ হতে না হতেই প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) তালিকা। গতকাল বিজয়া দশমী থাকায় প্রকাশ পায়নি টিআরপি লিস্ট। একাদশীতে সামনে এল তালিকা। আর সকলকে চমকে দিয়ে পুজোর সপ্তাহেও টিআরপি (TRP) টপার হল ‘পরিণীতা’।

পুজোর টিআরপি (TRP) এল প্রকাশ্যে

৬.৫ নিয়ে এ সপ্তাহে সর্বোচ্চ স্থানে রয়েছে এই সিরিয়াল। বসু পরিবারে প্রথম বার দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে বেড়েছে টিআরপিও (TRP)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ এবার রয়েছে দ্বিতীয় স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর (TRP) ৫.৯।

Which serial became trp topper in puja

কে কোন স্থানে রয়েছে: তৃতীয় স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। ৫.৮ নম্বর পেয়েছে এই তিন সিরিয়াল। তিন সিরিয়ালই (TRP) টানটান পর্ব দেখিয়ে দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে। এরপরেই চতুর্থ স্থান দখলে রেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘আমাদের দাদামণি’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭ ।

নতুনদের রমরমা তালিকায়: জি বাংলার নতুন সিরিয়াল ‘জোয়ার ভাঁটা’ পেয়েছে ৫.৬। পঞ্চম স্থানে (TRP) রয়েছে সিরিয়ালটি। ৫.২ নম্বর নিয়ে এ সপ্তাহে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে ‘চিরসখা’।

আরও পড়ুন : ‘খারাপের উপরে ভালোর জয় হোক’, ‘খোঁচা’ দিয়ে বিজয়ার শুভেচ্ছা TMC রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরিণীতা (৬.৫)

দ্বিতীয়- পরশুরাম (৫.৯)

তৃতীয়- জগদ্ধাত্রী, ফুলকি, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৫.৮)

চতুর্থ- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি, রাঙামতি তীরন্দাজ (৫.৭)

পঞ্চম- জোয়ার ভাঁটা (৫.৬)

ষষ্ঠ- চিরসখা (৫.২)

সপ্তম- কথা, লক্ষ্মীঝাঁপি (৪.৮)

অষ্টম- তুই আমার হিরো (৪.৪)

নবম- অনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশ (৪.৯)

দশম- কনে দেখা আলো (৪.৬)

আরও পড়ুন : আট দিনে ৫ কোটি! বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রঘু ডাকাত’, বাকিরা কে কোথায়?

এ সপ্তাহে ‘ভোলেবাবা পার করেগা’র টিআরপি উঠেছে ২.৬ । তবে এবারও স্লট লিডার হতে পারেনি এই সিরিয়াল। অন্যদিকে জি বাংলার আরেক নতুন সিরিয়াল ‘কনে দেখা আলো’ পেয়েছে ৪.৬।