বাংলা হান্ট ডেস্ক: সবে শেষ হলো দুর্গাপুজো। এখনো লম্বা পুজোর মরশুম পড়ে রয়েছে। তার মাঝেই বর্ধমান আসানসোল (Asansol Division) রুটে ইন্টারলকিং এর কাজের জন্য একাধিক প্রেম বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এর ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শুধু ট্রেন বাতিল নয়, একই সঙ্গে ট্রেনের যাত্রা পথ ও সংক্ষিপ্ত করা হয়েছে।
ইন্টারলকিং কাজের কারণে আসানসোল ডিভিশনে ট্রেন যাত্রায় ঝুঁকি (Asansol Division)
জানা যায়, অক্টোবরের ৬ তারিখ থেকে এই কাজ শুরু হবে। পাশে এই কাজ চলবে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত। অতএব কাজ চলবে আসানসোল ডিভিশনের (Asansol Division) বর্ধমান আসানসোল রুটে। এর ফলে বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন (Train)।
আরও পড়ুন: উৎসবের আনন্দ হবে দ্বিগুণ! নোনতা ভিন্ন স্বাদের ভরপুর মাছের পদ,রইল রেসিপি
এমন কি এর ফলে ২৩ শে নভেম্বর থেকে বাতিল করা হয়েছে ৫৭ টি ট্রেন। এর মধ্যে অধিকাংশই এক্সপ্রেস ট্রেন। এছাড়াও যাত্রা পথে সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিইএমইউ ট্রেনের। এই ট্রেনগুলি অন্য রোড দিয়ে চলবে। পাশাপাশি, অন্য রুটে চলবে হাওড়া-মোকামা এক্সপ্রেস,দেওঘর – হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।
এছাড়াও হাওড়া-রাঁচি শতাব্দী, রাঁচি – হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই বিপুল সংখ্যক ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। উৎসবের সময় অনেকেই বাড়ি ফেরেন। তাই এই সময় বিপাকে পড়তে পারেন বলে মনে করছে অনেকেই।
অবশ্য রেলের একটু সূত্রের তরফ থেকে বলা হচ্ছে, পুরনো লাইন ও সিগনালিন আধুনিকরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Asansol Division)। কিছুদিনের জন্য ট্রেন চলাচলের সমস্যা হলেও। পরে এই যাত্রা পথ আরও মসৃণ হবে। তবে পুজোর আবহে কেন এই ধরনের কাজ করা হচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলছে যাত্রীরা।