বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবছর দুর্গাপুজোর সময় মদ বিক্রিতে (Liquor Sale During Durga Puja) রাজ্যের অন্যান্য জেলার থেকে এগিয়ে থাকে পূর্ব মেদিনীপুর, এবারও সেই ধারা বজায় রয়েছে। ষষ্ঠী থেকে নবমী চার দিন পূর্ব মেদিনীপুর জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। এদিন জেলায় আইএমএল বিক্রি হয়েছে ৩,২০,৫০৯.৭২ লিটার, এফএল ২,০২৬৫৫.৮৫ লিটার এবং বিয়ার ২,৮৪,২০৫.৩৯ লিটার। এই চারদিনের মোট বিক্রি থেকে পূর্ব মেদিনীপুর জেলা উপার্জন করেছে ৩,৩৮,৬৯,৭১৯৭.০২ টাকা।
পুজোয় বিদেশি মদের তুলনায় দেশীয় মদ বেশি বিক্রি হয়েছে (Liquor Sale During Durga Puja)
এবারের পুজোতে বিদেশি মদের তুলনায় দেশীয় আইএমএল মদই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে (Liquor Sale During Durga Puja)। ফলে দেখা গেছে, স্থানীয় ও ভিন রাজ্যের মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকরা দেশীয় মদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন।
উল্লেখ্য, এ বছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়ায় ঐদিন মদের দোকান বন্ধ ছিল। ফলে ঐদিন মদের বিক্রি কিছুটা কমেছে। প্রতিবছর ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর কারণে রাজ্যে ‘ড্রাই ডে’ পালিত হয়, সেই দিন মদের দোকান বন্ধ থাকে।
গত কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার মদ বিক্রির বাজার ক্রমশ বেড়ে চলেছে। জেলার পর্যটনকেন্দ্র যেমন দিঘা, তাজপুর ও মন্দারমণি, পুজোর সময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীকে আকর্ষণ করে। ফলে জেলা প্রতি বছর বিপুল অর্থের মদ বিক্রির রেকর্ড স্থাপন করে।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য ভুল!’ ডিভিসি জলছাড়া নিয়ে ‘সঠিক’ হিসাব দিল কেন্দ্র
পুজোর সময় রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে এবারও শীর্ষে রয়েছে (Liquor Sale During Durga Puja)। পর্যটন এবং উৎসবের মিলনমেলায় এই অর্থনৈতিক সফলতা জেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের মুখে খুশির হাসি ফুটিয়েছে।