কার্নিভাল দেখুন নিশ্চিন্তে, রবিবারও গভীর রাত পর্যন্ত বিশেষ মেট্রো! কোন কোন সময়ে চলবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় শহরবাসীর দারুণ সুবিধা করে দিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজো পরিক্রমার জন্য রাতভর চলেছিল মেট্রো, বাড়ানো হয়েছিল রেকও। পুজো মিটলেও ফের এক বড় উদ্যোগ নিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রবিবার ৫ ই অক্টোবরও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

রবিবারে চলবে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro)

এ বছর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। আর এদিনই মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ২০ মিনিট অন্তর এই দুই লাইনে অতিরিক্ত ৬ টি মেট্রো (Kolkata Metro) চলবে বলে জানানো হয়েছে।

Kolkata Metro extra service on Sunday

কোন সময়ে চলবে মেট্রো: যেমনটা জানা যাচ্ছে, রবিবার ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চলবে রাত ১০:০৩, ১০:২৩ এবং ১০:৪৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯:৫৩, ১০:১৩ এবং ১০:৩৩ মিনিটে চলবে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro)।

আরও পড়ুন : ছক করে ফাঁসানো হচ্ছে! অসম পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গড়াল জুবিন-মামলা

গ্রিন লাইনের টাইম টেবিল: গ্রিন লাইনে এদিন অতিরিক্ত মেট্রো চলবে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ১০:২০, ১০:৪০ এবং ১১ টায়। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চলবে রাত ১০:২০, ১০:৪০ এবং ১১ টায়।

আরও পড়ুন : শুক্রবার অবধি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC! হিসেব বুঝিয়ে দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে একহাত নিলেন মমতা

রবিবার রেড রোডে অনুষ্ঠিত হবে দুর্গাপুজো কার্নিভাল। একসঙ্গে শহর এবং শহরতলির নামীদামী পুজো গুলি অংশ হতে চলেছে। তা দেখতে ভিড় জমাবেন বহু মানুষ। যাত্রীদের সুবিধার জন্যই এদিন অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।