‘তৈরী থাকুন’, কেন্দ্র DA বাড়াতেই বড় ‘প্ল্যান’ রাজ্যের সরকারি কর্মীদের, বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে তোলপাড়

Published on:

Published on:

dearness allowance (10)

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees ) ও পেনশনভোগীদের (Pension) জন্য ফের এক দফায় ডিএ (Dearness Allowance) ৩% ডিএ বৃদ্ধি পেয়েছে। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। সরকারের পক্ষ থেকে এই ডিএ বৃদ্ধিকে ‘দুর্গাপুজোর উপহার’ বলে উল্লেখ করা হয়েছে। আর এই ঘোষণা সামনে আসতেই রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ডিএ ইস্যুতে কি পরিকল্পনা সরকারি কর্মীদের? Dearness Allowance

এক ভিডিও বার্তায় ভাস্করবাবু বলেন, কেন্দ্রের সঙ্গে আমাদের রাজ্যের ডিএ-র ফারাক ৪০%। ভারতবর্ষের অন্য কোনও রাজ্য সরকার তার কর্মচারীদের সাথে এমনটা করে না। এতটা পরিমাণ বঞ্চনা কোনও রাজ্য সরকার তার কর্মচারীদের সাথে করে না। তিনি আরও বলেন, এই বঞ্চনার ফলে শুধুই সরকারি কর্মচারীদের ক্ষতি হচ্ছে এমনটা নয়। কর্মচারীরা যেহেতু কম বেতন পাচ্ছেন ঠিক একই ভাবে বেসরকারি ক্ষেত্রে যেসব বাঙালিরা চাকরি করেন তাদেরও কিন্তু বেতন সারা ভারতের মধ্যে সবথেকে কম বিশেষত যাদের পোস্টিং পশ্চিমবঙ্গে।

ভাস্করবাবুর কথায়, ‘এই সরকার শুধুমাত্র সরকারি কর্মচারীদেরই যে ডিএ বঞ্চনা করছে এমনটা নয়, এই রাজ্যের সমস্ত বাঙালিদের যে পারিশ্রমিক যে শ্রম তাকেও কম করে রাখছে, ফলত বাঙালিরাই শোষিত হচ্ছে সারা দেজুড়ে। এই ব্যবস্থার বদল দরকার।’

হুঁশিয়ারীর সুরে তিনি বলেন, ‘রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছি অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করুন। অন্যথায় পুজোর পরই তীব্র কর্মচারী আন্দোলনের জন্য তৈরী থাকুন। ভেবে নিন যে ভোটের আগে সেই কর্মচারী বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে কি না। এটা শুধু ওয়ার্নিং বলে ভাববেন না। এটা আমাদের দাবি এবং দাবি আদায়ের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা যতদূর যাওয়ার ততদূর যাবে। ”

আরও পড়ুন: আকাশ কালো! কিছুক্ষণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির তোলপাড় শুরু এই সব জেলায়, আবহাওয়ার আপডেট

উল্লেখ্য, বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফের ডিএ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হচ্ছে ৫৮ শতাংশ। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।

dearness allowance 2(2)

কেন্দ্র ফের এক দফায় ডিএ বাড়ানোয় রাজ্য-কেন্দ্র ডিএ-র ফারাক সমানে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (DA West Bengal government) সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে এবারে হল ৪০ শতাংশ। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা বর্তমান ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।