অসমের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক, রাজার হালে কাটাতেন জীবন, ৫২ বছরে কত কোটির সম্পত্তি রেখে গেলেন জুবিন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ ঘোরালো হয়ে উঠছে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু রহস্য। গায়কের অকালপ্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতে গভীর শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। উপরন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়েও বজায় রয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত টানাহ্যাঁচড়া চলছে শিল্পীর মৃত্যু নিয়ে। বিতর্ক থামার নাম নেই।

জনপ্রিয়তা তুঙ্গে ছিল জুবিনের (Zubeen Garg)

অসমের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের খ্যাতি শুধু সে রাজ্যেই আটকে থাকেনি। বলিউড থেকে টলিউডও জয় করেছিলেন জুবিন Zubeen Garg)। তাঁর কণ্ঠে ‘ইয়া আলি’ থেকে অগুন্তি বাংলা ছবির গান সুপারহিট হয়েছে। জানা যায়, অসমের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত গায়ক ছিলেন জুবিন (Zubeen Garg)। বাংলা সিনে জগতেও তাঁর জনপ্রিয়তা ছিল চড়া। এহেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কত টাকার সম্পত্তি রেখে গেলেন?

How much property does zubeen garg has

দামি গাড়ির শখ: শোনা যায়, বিলাসবহুল গাড়ি বিশেষ পছন্দ করতেন জুবিন (Zubeen Garg)। চোখ ধাঁধানো সংগ্রহও বানিয়েছিলেন তিনি। জানা যায়, জুবিনের গাড়ির তালিকায় রয়েছে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এক্স ফাইভ, রেঞ্জ রোভার ভেলার ছাড়াও একটি কাস্টমাইজড ইসুজু এসইউভি। পাশাপাশি প্রিমিয়াম বাইকেরও শখ ছিল জুবিনের।

আরও পড়ুন : শুক্রবার অবধি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC! হিসেব বুঝিয়ে দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে একহাত নিলেন মমতা

কত সম্পত্তির মালিক: সূত্রের খবর অনুযায়ী, মৃত্যুর সময় জুবিনের (Zubeen Garg) মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা। চলতি বছরের অগাস্টে জুবিনের মাসিক আয় ছিল আনুমানিক ৩৩-৪৬ লক্ষ টাকা। গানের পারিশ্রমিকের পাশাপাশি কনসার্ট এবং বিভিন্ন ব্র্যান্ড থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করতেন জুবিন।

আরও পড়ুন : কার্নিভাল দেখুন নিশ্চিন্তে, রবিবারও গভীর রাত পর্যন্ত বিশেষ মেট্রো! কোন কোন সময়ে চলবে?

সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েই মৃত্যু হয় জুবিনের। জুবিনের স্ত্রী বলেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়নি গায়কের। প্রথমে তেমনটা মনে করা হলেও পরে জানা যায়, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। এই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর ম্যানেজার এবং সিঙ্গাপুরে শোয়ের আয়োজক। অসম পুলিশের তরফে জুবিনের মৃত্যু রহস্যের তদন্ত রয়েছে অব্যাহত।