নতুন যুগের সূচনা! টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সফর শেষ রোহিতের, এবারে ভরসা শুভমান

Published on:

Published on:

Rohit Sharma will no longer be the captain of Team India.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এবার এক নতুন যুগের সূচনা হতে চলেছে। আসন্ন অস্ট্রেলিয়া সফরে শুভমান গিল ভারতের ODI দলের নেতৃত্ব দেবেন। এর অর্থ হল রোহিত শর্মাকে (Rohit Sharma) এখন একজন খেলোয়াড় হিসেবে খেলতে দেখা যাবে। অর্থাৎ, তিনি আর অধিনায়ক থাকছেন না। রোহিত শর্মাকে ২০২১ সালের ডিসেম্বরে ফুলটাইম ODI অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। এদিকে, রোহিত ইতিমধ্যেই টেস্ট এবং T20 থেকে অবসর নিয়েছেন। এর অর্থ হল টিম ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মার অধিনায়কত্বের যুগ শেষ হল। ইন্টারন্যাশনাল ম্যাচগুলির পরিপ্রেক্ষিতে তিনি ভারতের সবথেকে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন।

টিম ইন্ডিয়ায় রোহিতের (Rohit Sharma) অধিনায়কত্বের সফর শেষ:

সবচেয়ে সফল অধিনায়কের যুগ শেষ: উল্লেখ্য যে, রোহিত শর্মা (Rohit Sharma) ৫৬ টি ODI ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন। যেখানে টিম ইন্ডিয়া ৪২ টি ম্যাচ জিতেছে এবং মাত্র ১২ টিতে হেরেছে। তাঁর অধিনায়কত্বে ১ টি ম্যাচ টাই হয়েছিল এবং ১ টি ম্যাচ ড্র হয়। ODI অধিনায়ক হিসেবে তিনি ২ বার এশিয়া কাপ জিতেছিলেন। এর পাশাপাশি, রোহিতের অধিনায়কত্বে ভারত ২০১৮ এবং ২০২৩ সালে এশিয়া কাপ শিরোপা জিতেছিলেন। তিনি ২০২৫ সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব দিয়েছিলেন। যেখানে ১২ বছর পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।

Rohit Sharma will no longer be the captain of Team India.

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইনিং পার্সেন্টেজ: জানিয়ে রাখি যে, অধিনায়কত্বের নিরিখে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইনিং পার্সেন্টেজের রেকর্ডও রোহিত শর্মার (Rohit Sharma) কাছে রয়েছে। অধিনায়ক হিসেবে তিনি ৭২.৫ শতাংশ ম্যাচ জিতেছেন। অন্য কোনও অধিনায়কের উইনিং পার্সেন্টেজ ৭০ শতাংশের বেশি নেই। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৬৭.৯ শতাংশ ম্যাচ জেতেন। এদিকে, আফগানিস্তানের আসগর আফগান জিতেছেন ৬৭.৮ শতাংশ ম্যাচ।এছাড়াও, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ৬৬.৩ শতাংশ ম্যাচ জিতেছেন। এরা প্রত্যেকেই এমন অধিনায়ক যাঁরা কমপক্ষে ১০০ টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

ODI ক্রিকেটে, রোহিত অধিনায়ক হিসেবে ৭৭.২৭ শতাংশ ম্যাচ জিতেছেন। যা বিশ্বের দ্বিতীয় সেরা উইনিং পার্সেন্টেজ হিসেবে বিবেচিত হচ্ছে। রোহিতের (Rohit Sharma) চেয়ে কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড এই পরিসংখ্যানে এগিয়ে আছেন। যিনি ৭৭.৭১ শতাংশ ম্যাচ জেতেন। ICC টুর্নামেন্টে রোহিতের জয়ের হারও ৮৭.১ শতাংশ। যা অন্যান্য অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। অন্য কোনও অধিনায়ক ICC ইভেন্টে তাদের ৮০ শতাংশ ম্যাচ জিততে পারেননি। এর অর্থ হল অধিনায়কত্বের দিক থেকে রোহিত যথেষ্ট সফল ছিলেন।

আরও পড়ুন: “ভারত শান্তির পক্ষে…”, গাজার প্রসঙ্গে ট্রাম্পের “Peace Plan”-কে সমর্থন করলেন প্রধানমন্ত্রী মোদী

অস্ট্রেলিয়া সফরে ভারতের ODI স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক)
রোহিত শর্মা
বিরাট কোহলি
শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক)
অক্ষর প্যাটেল
কেএল রাহুল (উইকেটরক্ষক)
নীতীশ কুমার রেড্ডি
ওয়াশিংটন সুন্দর
কুলদীপ যাদব
হর্ষিত রানা
মহম্মদ সিরাজ
অর্শদীপ সিং
প্রসিদ্ধ কৃষ্ণ
ধ্রুব জুরেল
যশস্বী জয়সওয়াল

আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি “চুরি” করার পুরস্কার? মহসিন নকভিকে গোল্ডে মেডেল দিচ্ছে পাকিস্তান

অস্ট্রেলিয়া সফরে ভারতের T20 স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
অভিষেক শর্মা
শুভমন গিল (সহ-অধিনায়ক)
তিলক ভার্মা
নীতীশ কুমার রেড্ডি
শিবম দুবে
অক্ষর প্যাটেল
জীতেশ শর্মা (উইকেটরক্ষক)
বরুণ চক্রবর্তী
জসপ্রীত বুমরা
অর্শদীপ সিং
কুলদীপ যাদব
হর্ষিত রানা
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
রিঙ্কু সিং
ওয়াশিংটন সুন্দর