বাংলা হান্ট ডেস্কঃ রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) সম্প্রতি শহরের পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুজো কার্নিভালে অংশ নেবেন না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিধায়কের এমন সিদ্ধান্ত নতুন জল্পনা তৈরি করেছে।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)
বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “শহরের বর্তমান পরিস্থিতি খুব উদ্বেগজনক। রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের অবহেলার কারণে পরিচ্ছন্নতা ও রাস্তা-ঘাটের উন্নয়ন থমকে গেছে। জলাবদ্ধতা, নোংরা রাস্তা ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা চোখে পড়ছে।” সরকারি টাকা থাকা সত্ত্বেও পৌরসভা কাজ করতে ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষও এতে ক্ষিপ্ত, তিনি তা মানেন।
কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) আরও লিখেছেন যে, “শহরের উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের প্রদর্শনীতে অংশ নেওয়া ঠিক নয়।” তাই তিনি পুজো কার্নিভালে যাবেন না। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভোটের আগে এমন ‘পাঁচিলে ওঠা’ তৃণমূল নেতার সংখ্যা বাড়বে। নানা মন্তব্য আসবে। মনে হচ্ছে, কৃষ্ণ কল্যাণীও সেই চেষ্টা করছেন।” রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সুকান্ত তার মন্তব্যের মাধ্যমে শাসক দলকে হালকা খোঁচা দিয়েছেন।
উল্লেখ্য, কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) রাজনৈতিক পথও জটিল। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে রায়গঞ্জ থেকে জয়ী হন। কিন্তু কিছু মাসের মধ্যেই আবার তৃণমূলে যোগ দেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হন, তবে হেরে যান তিনি। এরপরে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন।
আরও পড়ুনঃ ট্রাফিক থেকে মণ্ডপ, নাগরিকদের নিরাপত্তায় সব সামলে ‘সুপারহিরো’ কলকাতা পুলিশ
প্রথমত উল্লেখ্য বিষয়টি নিয়ে সেরকমভাবে কিছু বলতে চাননি বিধায়ক। কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) শুধুমাত্র বলেছেন, যা বলার তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, নতুন করে আর কিছু বলার নেই। এই পোস্টের পর ফের কৃষ্ণ কল্যানীর দলবদল নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।