বাংলা হান্ট ডেস্ক: সামনে এল IFA শিল্ডের (IFA Shield) সূচি। আর এই সূচি সামনে আসার পরেই মোহনবাগান-ইস্টবেঙ্গল কবে মুখোমুখি হচ্ছে তা জানার জন্যই তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে ফুটবল অনুরাগীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অনুমান অনুযায়ী IFA শিল্ডে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে ২ টি পৃথক গ্রুপে রাখা হয়েছে। যার মধ্যে গ্রুপ “এ”-তে রয়েছে ইস্টবেঙ্গল এবং গ্রুপ “বি”-তে রয়েছে মোহনবাগান।
সামনে এল IFA শিল্ডের (IFA Shield) সূচি:
জানিয়ে রাখি যে, গ্রুপ “এ”-তে ইস্টবেঙ্গল ছাড়াও রয়েছে শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। অপরদিকে, গ্রুপ “বি”-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস। উল্লেখ্য যে, দীর্ঘ ৪ বছর পরে ফের সম্পন্ন হতে চলেছে এই প্রতিযোগিতা (IFA Shield)। প্রকাশিত সূচি অনুযায়ী জানা গিয়েছে যে, IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচ সম্পন্ন হবে আগামী ৮ নভেম্বর। পাশাপাশি, ফাইনাল হবে আগামী ১৮ অক্টোবর।
মূলত, ফেডারেশনের তরফে সুপার কাপের আগে IFA শিল্ড (IFA Shield) শেষ করার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী নির্ধারিত হয়েছে সূচি। প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারের IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আগামী ৮ অক্টোবর মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের। লাল-হলুদ শিবির পরের ম্যাচটি নামধারীর বিরুদ্ধে খেলবে আগামী ১৪ তারিখ।
আরও পড়ুন: নতুন যুগের সূচনা! টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সফর শেষ রোহিতের, এবারে ভরসা শুভমান
গত শুক্রবার IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন, “কলকাতা লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তাই IFA শিল্ডের (IFA Shield) সফর শুরু হবে ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই।” তিনি আরও জানান, “কলকাতার দলগুলির খেলা আমরা কলকাতাতে করার চেষ্টা করছি। যাতে সবাই যেতে পারে।” তবে, দু-একটা ম্যাচ জেলার মাঠেও সম্পন্ন হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: “ভারত শান্তির পক্ষে…”, গাজার প্রসঙ্গে ট্রাম্পের “Peace Plan”-কে সমর্থন করলেন প্রধানমন্ত্রী মোদী
কবে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল: জানিয়ে রাখি যে, IFA শিল্ডে (IFA Shield) এই দুই দল আলাদা গ্রুপে থাকায় গ্রুপ পর্বের খেলায় ডার্বির সম্ভাবনা নেই। এমতাবস্থায়, এই দুই দল ফাইনালে উঠলে সেক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্পন্ন হবে ম্যাচ। এদিকে, উদ্বোধনী ম্যাচটি কিশোর ভারতী স্টেডিয়ামে হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে ৯ অক্টোবর। যেখানে তারা মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালার। এদিকে, আগামী ১৫ অক্টোবর মোহনবাগান মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টসের। এমতাবস্থায়, ম্যাচগুলির টিকিটের দাম কেমন হবে তা শীঘ্রই জানা যাবে। জানিয়ে রাখি যে, IFA শিল্ডের ম্যাচগুলি সম্পন্ন হবে দুপুর ৩ টে থেকে। যদিও, ফাইনাল ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।