বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত নিয়মে (Bank Rules) পরিবর্তন এনেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন নিয়মটি আজ অর্থাৎ ৪ অক্টোবর, ২০২৫ থেকেই কার্যকর হয়েছে। এই নতুন নিয়মের অধীনে, গ্রাহকদের চেক এখন কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে। আগে, এটি ২ দিন পর্যন্ত সময় নিত। এই প্রসঙ্গে RBI জানিয়েছে যে, একটি সিঙ্গেল প্রেজেন্টেশন স্টেশন থাকবে। যেখানে চেকগুলি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপস্থাপন করা যাবে। এরপর গ্রহণকারী ব্যাঙ্কটি চেকটি স্ক্যান করবে এবং ক্লিয়ারিং হাউসে পাঠাবে।
কার্যকর হয়েছে নতুন নিয়ম (Bank Rules):
এদিকে, ক্লিয়ারিং হাউস চেকগুলির ছবি যে ব্যাঙ্কগুলিতে চেকটি স্থিত হবে সেখানে ক্রমাগত চেকের ছবি জারি করবে। যার ফলে বর্তমান T+১-দিনের ক্লিয়ারিং সাইকেলের পরিবর্তে প্রায় রিয়েল-টাইম ভিত্তিতে প্রতিটি চেক নিষ্পত্তি করা সম্ভব হবে। এই প্রসঙ্গে গ্রান্ট থর্নটন ইন্ডিয়ার পার্টনার এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিস্কের প্রধান বিবেক আইয়ার বলেন, এই পদক্ষেপের ফলে কয়েক ঘন্টার মধ্যে ফান্ড জমা (Bank Rules) হবে এবং গ্রাহকরা দ্রুত ফান্ড পেতে পারবেন।
প্রথম ধাপ: এই পদক্ষেপ মূলত সেইসব অঞ্চলগুলিকে উপকৃত করবে যেখানে ডিজিটাল পরিকাঠামো এখনও সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। নতুন সিস্টেমে মসৃণ রূপান্তরের সুবিধার্থে ব্যাঙ্কগুলির ব্যাক-এন্ড প্রযুক্তিও আপগ্রেড করা হয়েছে। এটি ২ টি ধাপে চালু করা হয়েছে। প্রথম ধাপটি ৪ অক্টোবর, ২০২৫ থেকে ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। ওই সময়ের মধ্যে, চেক গ্রহণকারী ব্যাঙ্কগুলিকে নিশ্চিতকরণের সময়কাল শেষ না হওয়া পর্যন্ত চেকগুলি কনফার্মেশন করতে (Bank Rules) হবে। যদি এই সময়ের মধ্যে চেকটি কনফার্ম না হয়, তাহলে সেটি গৃহীত বলে বিবেচিত হবে এবং সেটেলমেন্টের জন্য অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে, সমস্ত চেকের আইটেমের মেয়াদ শেষ হওয়ার সময় হবে সন্ধ্যে ৭ টায়।
আরও পড়ুন: সামনে এল IFA শিল্ডের সূচি! কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
দ্বিতীয় পর্যায়টি ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে শুরু হবে এবং চেকের জন্য আইটেমের মেয়াদ শেষ হওয়ার সময় T+৩ ঘন্টায় পরিবর্তন করা হবে। যদি ৩ ঘন্টার মধ্যে কোনও চেক নিশ্চিত (Bank Rules) না হয়, তবে সেটি গৃহীত বলে বিবেচিত হবে এবং দুপুর ২ টোয় সেটেলমেন্টের জন্য অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: নতুন যুগের সূচনা! টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সফর শেষ রোহিতের, এবারে ভরসা শুভমান
ব্যাঙ্কগুলির পজিটিভ কনফার্মেশন এবং গৃহীত চেকের ভিত্তিতে, সকাল ১১ টা থেকে নিশ্চিতকরণ সময় শেষ না হওয়া পর্যন্ত প্রতি ঘন্টায় সেটেলমেন্ট জারি করা (Bank Rules) হবে। উপস্থাপনকারী ব্যাঙ্কগুলি এই সেটেলমেন্টগুলি প্রক্রিয়া করবে এবং স্বাভাবিক সিকিউরিটি চেকের পরে, সাকসেসফুল সেটলমেন্টের এক ঘন্টার মধ্যে গ্রাহকদের অর্থ প্রদান করা হবে। উল্লেখ্য যে, চেক ট্রাঙ্কেশন সিস্টেমের (CTS) মাধ্যমে ২০২৫ অর্থবর্ষে ৬০৯.৫৪ মিলিয়ন লেনদেন পরিলক্ষিত হয়েছে। যার মোট মূল্য ছিল ৭১.১৩ ট্রিলিয়ন ডলার। ২০২৬ অর্থবর্ষে, এখনও পর্যন্ত লেনদেনের মূল্য ২৯.৩৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।