বাংলা হান্ট ডেস্ক: আগামী সোমবার ইউকো ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের (Share Market) দিকে বিনিয়োগকারীদের নজর থাকবে। উল্লেখ্য যে, ইউকো হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটি একটি বিজনেস আপডেট প্রকাশ করেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের ব্যবসা ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে ইউকো ব্যাঙ্কের শেয়ারটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জানিয়ে রাখি যে, এই ব্যাঙ্কের শেয়ারের (Share Market) দাম এখন ৩০ টাকা।
ইউকো ব্যাঙ্কের শেয়ারের (Share Market) দিকে বিশেষ নজর:
ব্যবসায় বৃদ্ধি: গর ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৫.৩৭ লক্ষ কোটি টাকায় যা বার্ষিক (ইয়ার-টু-ইয়ার) ১৩.২৯ শতাংশ এবং ত্রৈমাসিকের ভিত্তিতে ২.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট অ্যাডভান্স (ঋণ) বার্ষিক ভিত্তিতে ১৬.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৩১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে দেশীয় ঋণ বার্ষিক ভিত্তিতে ১৭.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.০৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
মোট ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি: জানিয়ে রাখি যে, ইউকো ব্যাঙ্কের মোট ডিপোজিটের পরিমাণ বেড়ে ৩.০৬ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। যা বার্ষিক ভিত্তিতে ১০.৮৭ শতাংশ এবং ত্রৈমাসিক ভিত্তিতে ২.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে দেশীয় ডিপোজিটের পরিমাণ বার্ষিক ৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৯০ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দেশীয় CASA অনুপাত ৩৮.১১ শতাংশ হয়েছে। যা ১ বছর আগে ৩৮.২৪ শতাংশ ছিল।
আরও পড়ুন: গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় পরিবর্তন! নতুন নিয়ম লাগু করল RBI, জেনে নিন এখনই
এদিকে, ঋণ-ডিপোজিট অনুপাত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ৭১.৭৭ শতাংশ থেকে বেড়ে ৭৫.৫৬ শতাংশ হয়েছে। যা ঋণ প্রদানের জন্য ডিপোজিটের ভালো ব্যবহারের ইঙ্গিত দেয়। এই ত্রৈমাসিকের জন্য ব্যাঙ্কের নিট সুদ আয় (NII) বা মূল আয় আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে ২,৪০৩ কোটি টাকা হয়েছে। এছাড়াও, এই ত্রৈমাসিকের মোট NPA ২.৬৩ শতাংশ। যা গত মার্চ ত্রৈমাসিকে ২.৬৯ শতাংশ ছিল। মার্চ প্রান্তিকে ০.৫০ শতাংশ থেকে ত্রৈমাসিকের নিট এনপিএ বেড়ে ০.৪৫ শতাংশ হয়েছে। জুন ত্রৈমাসিকের জন্য প্রভিশন ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: সামনে এল IFA শিল্ডের সূচি! কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
শেয়ারের অবস্থা: BSE-তে ইউকো ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের (Share Market) দাম ০.১৫ টাকা বা ০.৪৯ শতাংশ বেড়ে ৩০.৭৭ টাকায় বন্ধ হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে, এই শেয়ারটির দাম ছিল ৫২ টাকা। যা এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য। এদিকে, শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ছিল ২৬.৮৩ টাকা।