বাংলাহান্ট ডেস্ক : দেশ তথা আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে বলিউডের (Bollywood) রীতিমতো খ্যাতি রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বলিউড তারকাদের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। সম্প্রতি সমগ্র বিশ্বের সবথেকে ধনী তারকার তকমা পেয়েছেন শাহরুখ খান। কিন্তু ভারতের (Bollywood) সবথেকে ধনী অভিনেত্রী কে যদি প্রশ্ন করা হয়, তবে অনেকেই বলতে পারেন আলিয়া ভাট কিংবা দীপিকা পাডুকোন। কিন্তু জানলে অবাক হবেন, এঁরা কেউই দেশের সবথেকে ধনী অভিনেত্রী নন।
বলিউডের (Bollywood) সবথেকে ধনী মহিলা তারকা এই অভিনেত্রী
বলিউড তথা দেশের সবথেকে সবথেকে ধনী অভিনেত্রীর সিংহাসন দখল করে রেখেছেন আশির দশকের নায়িকা জুহি চাওলা। বলিউডের (Bollywood) দুই খান, শাহরুখ এবং আমিরের পাশাপাশি ইন্ডাস্ট্রির নামীদামী পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তো বটেই, সমগ্র বলিউডে জুহির আলাদাই জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে আর শোবিজ দুনিয়ায় না থেকেও সবথেকে ধনী অভিনেত্রীর (Bollywood) শিরোপা কিন্তু তিনিই ছিনিয়ে নিয়েছেন।
সম্পত্তির পরিমাণ কত: হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুসারে, ভারতের সবথেকে ধনী মহিলা তারকা জুহি চাওলা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৯০ টাকা। কিন্তু যিনি বর্তমানে অভিনয় (Bollywood) থেকে অবসর নিয়েছেন, তাঁর এত সম্পত্তি হয় কীভাবে? আসলে সিনেমা নয়, জুহির সম্পত্তি মূলত তাঁর স্বামী জয় মেহতার বিভিন্ন ব্যবসার আয় থেকে আসে। শাহরুখের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানা রয়েছে জুহির। পাশাপাশি রেড চিলিজ প্রযোজনা সংস্থাতেও অংশীদারিত্ব রয়েছে তাঁর।
আরও পড়ুন : গ্যাঁজলা উঠছিল মুখ দিয়ে, বিষ খাইয়ে খুন জুবিনকে? বিষ্ফোরক অভিযোগ প্রত্যক্ষদর্শীর
আর কে রয়েছেন লিস্টে: এই লিস্ট অনুযায়ী, শাহরুখ এবং জুহিই সম্পত্তির দিক দিয়ে বিশেষ ভাবে নজর কেড়েছেন। সূত্রের খবর, ধনীদের তালিকায় নাম রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনেরও। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৮৮০ কোটি বলে জানা যাচ্ছে। একসময় ইন্ডাস্ট্রির (Bollywood) টপ নায়িকাদের মধ্যে একজন হলেও এখন আর অভিনয়ে দেখা যায় না জুহিকে। হাতেগোনা কিছু ছবিতে অভিনয় করলেও তা মুক্তি পায় ওটিটিতে। কিন্তু তা সত্ত্বেও জনপ্রিয়তা কমেনি অভিনেত্রীর।
আরও পড়ুন : খোদ দেবীই দিয়েছিলেন ইঙ্গিত! উত্তম কুমারের লক্ষ্মীপুজো শুরুর পেছনে রয়েছে এক ‘অলৌকিক’ কাহিনি
প্রসঙ্গত, শাহরুখ এবং আমিরের সঙ্গে জুহির জুটি ছিল সুপারহিট। একসঙ্গে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে সলমনের সঙ্গে কোনও কারণে কখনোই কাজ করেননি জুহি চাওলা।