বাংলা হান্ট ডেস্ক: মা লক্ষ্মী কে ধন, যশ, খ্যাতি ও সমৃদ্ধির দেবী হিসেবে আরাধনা করা হয়। এছাড়া লক্ষ্মী-র আরাধনার জন্য কোজাগরী পূর্ণিমার রাতটি বিশেষ শুভ বলে মনে করা হয়। তাই এই পুজোকে কোজাগরী লক্ষী পূজো বলা হয় (Kojagari Laxmi Puja)। বিশ্বাস করা হয়, এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে ভ্রমণে আসেন। ও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন।
লক্ষ্মী পূজোয় ভুলেও বাদ দেবেন না এই উপকরণ (Kojagari Laxmi Puja)
শাস্ত্রমতে, লক্ষ্মী পুজোয় দেবীর কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহার করা আবশ্যক। যার মধ্যে ফুল অন্যতম স্থান অধিকার করে। কারণ, মা লক্ষ্মীর আরাধনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন কয়েকটি ফুল, যেটি ছাড়া দেবীর পুজো অসম্পূর্ণ থাকে (Kojagari Laxmi Puja)।
আরও পড়ুন: ডায়েটের জন্য গুরুত্বপূর্ণ ৫ মাছ, ওজন কমাতে সাহায্য করবে, পুষ্টিবিদদের মতামত
কথিত আছে, মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল হল পদ্ম। তাই কোজাগরী লক্ষ্মীপুজো পদ্ম ফুল ছাড়া অসম্পূর্ণ। শুধুমাত্র যে পদ্ম একটি ফুল তার নয়। এটি বিশুদ্ধতা, ঐশ্বর্য এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। বলা হয় মা লক্ষ্মী নিজেই পদ্মাসনা। অর্থাৎ পদ্মের ওপর উপবিষ্ট হিসেবে পরিচিত দেবী লক্ষ্মী। তাই কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagari Laxmi Puja) দিন তাই অবশ্যই দেবীর চরণে পদ্ম ফুল নিবেদন করতে হয়। এই দিন সাধারণত, গোলাপি বা সাদা পদ্মকে দেবীর পুজো কথা হয়।
এছাড়াও, কোজাগরী লক্ষ্মীপুজোতে পদ্মফুল ছাড়াও যে ফুলগুলি আবশ্যক সেগুলি হল গাঁদা ফুল ও গোলাপ ফুল। কেন গাঁদা ও গোলাপ ফুল লক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় তা নিচে আলোচনা করা হল।
জবা ফুল: জবাফুল মূলত মা কালীর পুজোতে বেশি ব্যবহৃত করা হয়। তবে লক্ষী পুজোতে ও জবা ফুলের অবদান অপরিহার্য। এই দিন আপনি সাদা বা লাল জবা দেবীকে অর্পণ করতে পারেন।
গাঁদা ফুল: প্রধানত গাঁদা ফুল সহজলভ্য ফুল। এটি যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয়। এছাড়াও হলুদ বা কমলা গাদা ফুল দেবীর পুজোয় ব্যবহার করা শুভ।
গোলাপ: গোলাপ ফুলের একটি প্রাকৃতিক মিষ্টি গন্ধ রয়েছে। তাছাড়া কথিত আছে গোলাপের সুবাস দেবী লক্ষ্মী ভীষণ প্রিয়। তাই এই ফুল পুজোয় ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে মা লক্ষ্মীর কাছে যে গোলাপ আপনি অর্পণ করবেন সেই গোলাপে যেন একেবারে কাঁটা না থাকে।
তুলসী পাতা: ফুলের পাশাপাশি অতি প্রয়োজনীয় তুলসী পাতা। কারণ, লক্ষ্মী (Laxmi) হলেন বিষ্ণুর সহধর্মিণী। তাই মা লক্ষ্মীর পুজোতে তুলসী পাতা ও মঞ্জরি অবশ্যই ব্যবহার করা উচিত। কিন্তু লক্ষ্মীপূজায় তুলসী পাতা সরাসরি দেবীর চরণে দেওয়া হয় না। পুজোয় এটি দেবীর ভোগে ব্যবহার করা হয়।
ধানের শীষ: কোজাগরী লক্ষ্মীপুজোয় অন্যতম উপকরণ হল ধানের শীষ। কারণ দেবী যেহেতু শস্য ও সমৃদ্ধির প্রতীক। তাই এই পুজোয় ধানের শীষ বা নতুন চালের প্রতীক রাখা শুভ বলে মনে করা হয় ((Kojagari Laxmi Puja)।
[বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টের।]