বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railway) চাকরি পাওয়া মুখের কথা নয়। এখানে কাজের জন্য মুখিয়ে থাকেন অনেকেই। এবার সেই চাকরির জন্য সুখবর চাকরী প্রার্থীদের। RRC Jaipur – এর অফিশিয়াল ওয়েবসাইট rrcjaipur.in – এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ২১৬২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই প্রক্রিয়া ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। তবে এখানে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।
ভারতীয় রেল নিয়োগের ঘোষণা, সম্পূর্ণ শূন্যপদ তালিকা প্রকাশ (Indian Railway)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে (Indian Railway)। পাশাপাশি এগ্রিগেটের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া ১০+২ পরীক্ষাব্যবস্থায় দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে পঞ্চাশ শতাংশ নম্বরের ক্ষেত্রে দশমিকের পরে ৫- ফের বেশি থাকলে তার রাউন্ড অফ করে ৫০ শতাংশ ধরে নেওয়া হবে না। অপরদিকে একটি অনুমোদনপ্রাপ্ত ও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। পাশাপাশি notified trade এ আবেদনকারীদের National Trade Certificate থাকতে হবে। এই সার্টিফিকেট দেবে NCVT বা State Council of Vocational Training (SCVT)।
আরও পড়ুন: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর! শুধু গ্রিন টি নয়, চুমুক দিতে পারেন রঙ-বেরঙের চায়ে
আবেদনকারীদের বয়স কত হতে হবে?
এই চাকরির জন্য যারা আবেদন করবেন তাদের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। এর কম বয়স হলে আবেদন করা যাবে না। আর সবচেয়ে বেশি ২৪ বছর (২ নভেম্বর, ২০২৫ অনুসারে) পর্যন্ত আবেদন করা যাবে।
কিভাবে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে?
যারা আবেদন করবেন তাদের একটি মেধা তালিকা তৈরি করা হবে। ওই মেধা তালিকার ওপর ভিত্তি করে আবেদনকারী তার ওপর নির্ভর করা হবে। এর পাশাপাশি এখানে যুক্ত করা হবে আইটিআই তে প্রাপ্ত নম্বরও (Indian Railway)।
এই অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণীর আবেদনকারীর জন্য কত টাকা ধার্য করা হয়েছে?
তফশিল জাতি, তপশীল উপজাতি ও বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের জন্য কোন অ্যাপ্লিকেশন ফ্রি দিতে হবে না। বাকিদের ১০০ টাকা করে দিতে হবে। আর এই টাকা অনলাইনের মাধ্যমে কাটা হবে (Indian Railway)।
[ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই।]