বাংলা হান্ট ডেস্কঃ বসিরহাট সাংগঠনিক জেলার কোনও ব্লক বা টাউন কমিটির সভাপতি পদ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূলের (Barasat TMCP) অন্দরে তৈরি হল নতুন বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রবিন্দু তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মাফুজা রহমান। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে এখন সরগরম শাসকদল ও বিরোধী শিবির।
বারাসাত ব্লক ২ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্বাচন (Barasat TMCP) প্রসঙ্গে মাফুজার পোস্ট
‘বারাসাত ২ সভাপতি নির্বাচন প্রসঙ্গত’ (Barasat TMCP) শিরোনামে নিজের ফেসবুক পোস্টে মাফুজা লেখেন, “বারাসাত ব্লক ২ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে জেলা নেতৃত্বের কাছে আমার আবেদন, কোনও দালালের চোখ দিয়ে ব্লক না দেখে গ্রাসরুট লেভেলে থেকে খোঁজ নিন।” এরপরই তিনি লেখেন, “কোনো অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে এই ব্লকের দায়িত্ব পেলে বিরোধীরা আবার মায়েদের কোলশূন্য করবে। আমরা চাই যোগ্য, শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, কর্মীদের সহযোগী, বিরোধীদের চক্ষুশূল এমন একজন সভাপতি।”
মাফুজার এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে শেয়ার করেন, কেউ সমর্থনে, কেউবা তীব্র সমালোচনায়। বারাসাত ২ নম্বর ব্লকের (Barasat TMCP) রাজনীতিতে তাঁর এই বক্তব্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ‘দলীয় দালালি’ ও ‘টাকার বিনিময়ে পদ’ নিয়ে এমন মন্তব্য যে সংগঠনের অভ্যন্তরে অস্বস্তি তৈরি করবে, তা বলাই বাহুল্য।
তবে বিতর্কে পিছপা নন মাফুজা রহমান। তিনি জানিয়েছেন, “২০২২ সাল থেকে আমি ব্লকের ছাত্র সংগঠনের দায়িত্বে আছি। নিচুতলার মানুষের সঙ্গে কথা বলেই আমি এই পোস্ট লিখেছি। এটা তাঁদের মতামতের প্রতিফলন।” অন্যদিকে, বিরোধীরা সুযোগ ছাড়েনি। একাধিক রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছেন, “তৃণমূলের অন্দরে দুর্নীতি আর টাকার খেলা এখন প্রকাশ্যেই হচ্ছে।”
এই নিয়ে এলাকার বিধায়ক ও মন্ত্রী রথীন ঘোষ বলেন, “এটি দলের অভ্যন্তরীণ বিষয়। তাই যা বলার দলের ভিতরে বলব।” প্রসঙ্গত, বিধায়কের সংযত প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে শাসকদলের অন্দরে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর।
আরও পড়ুনঃ ২৬-এর আগে কংগ্রেসে ফের ‘কামব্যাক’, নির্বাচনের আগে বড় দায়িত্বে অধীর
উল্লেখ্য, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি পদের ঘোষণা না হলেও, ছাত্রনেত্রীর একটি ফেসবুক পোস্টই এখন জেলাজুড়ে রাজনৈতিক চর্চার কেন্দ্রে। এখন প্রশ্ন উঠেছে যে, বারাসাত ২ ব্লকের সভাপতি নির্বাচন (Barasat TMCP) কি এবার সত্যিই গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে পুড়বে?