উৎসবের মরশুমে স্টাইলিং ও ট্রিটমেন্টের প্রভাবে চুল খারাপ? এই মাস্ক রক্ষার সহজ উপায়

Published on:

Published on:

Hair Care made easy special mask will reduce the effects of styling treatments

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে সাজগোজদের পাশাপাশি হেয়ার স্টাইল করেছেন বিভিন্ন রকমের। এবার সেই হেয়ার স্টাইলে চুলের দশা বেহাল হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকের ফ্রেন্ডদের গা ভাসিয়েছে ন্যানোপ্লাস্ট্রিয়া বা বোটক্স করিয়েছে। তবে এই পুজোর মরশুমের শেষে চুল দেখতে শুষ্ক ও জেল্লাহীন লাগছে (Hair Care)। তার ওপর এই পুজোর শেষে আবার কাড়ি কাড়ি টাকা খরচ করে স্পা করানো সম্ভব নয়। তাই বাড়িতে চুলের পরিচর্যা করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে।

চুল রক্ষা সহজে, স্টাইলিং-ট্রিটমেন্টের প্রভাব কমাবে বিশেষ মাস্ক (Hair Care)

চুলে চিরুনি দিতে ভয় পাচ্ছেন আপনি। কারণ চিরুনি দেওয়ার সাথে সাথেই উঠছে মুঠো মুঠো চুল। এর পাশাপাশি চুল নিজস্ব জেল্লাও হারিয়েছে। এবার পার্লারে গিয়ে চুলের যত্ন নিতে গেলে সময়ের পাশাপাশি মোটা টাকা খরচ করতে হবে। কিন্তু সময় অথবা মোটা টাকা দুটোই বাঁচাতে গেলে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে আপনি ঝলমলে চুল পাবেন। পাশাপাশি চুল পড়ার হাত থেকে রক্ষে পাবেন (Hair Care)।

Hair Care made easy special mask will reduce the effects of styling treatments

আরও পড়ুন: রেলওয়েতে চাকরি চান? জানুন কোন বিভাগে, কোন পদে শূন্যপদ রয়েছে

কলা ও মধু: নরম ও সিলকি চুল পেতে ব্যবহার করতে পারেন কলা ও মধুর হেয়ার মাস্ক। এটি ব্যবহার করলে পরে আপনার চুলের রুক্ষতা কমে যাবে। পাশাপাশি এই প্যাকটি তৈরি করতে দু’চামচ মধুর মধ্যে একটি কলা ভালোভাবে চটকে নিন। স্ক্যাল্প থেকে চুলের ডগা অব্দি লাগিয়ে নিন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

আমন্ড অয়েল ও ডিম: আমন্ড অয়েল চুলের জন্য ভীষণ উপকারী। চুলকে নরম ও কোমল রাখতে সাহায্য করে। অন্যদিকের ডিমে থাকা প্রোটিন চুলের ক্ষতি সারিয়ে তোলে। তাই চুলের মোট টেক্সচার এনে দিতে ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল ও ডিমের হেয়ার প্যাক। এর জন্য আমন্ড ওয়েলের মধ্যে ডিম ফেটিয়ে নিন। তারপর সেটি এক ঘণ্টার মতন চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

নারকেল তেল ও ভিটামিন ই: নারকেল তেল চুলের জন্য ভীষণ উপকারী। অন্যদিকে ভিটামিন ই চুলের ক্ষতি প্রতিরোধ করে। তাই চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সেটি ভালোভাবে চুলে মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন আপনার চুল নরম হয়ে যাবে (Hair Care)।