বাংলা হান্ট ডেস্কঃ আজ কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। এবছর ১০৬টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে রেড রোডে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। অতিরিক্ত পুলিশও নামানো হবে, এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি নজর রাখবেন।
কার্নিভালে (Durga Puja Carnival) রেড রোডে পুরোপুরি বন্ধ যান চলাচল
কার্নিভালের (Durga Puja Carnival) দিন রেড রোডসহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। বিশেষ কিছু রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে পুলিশ। সূত্রের খবর, রবিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড এবং লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন ও রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত।
এছাড়া দুপুর ২টা থেকে কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে বিদ্যাসাগর সেতু ব্যবহার করে যানবাহন চলাচল করা যাবে বলে জানানো হয়েছে। যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডেও কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়াও, জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। দুপুর ২টা থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং-মেয়ো রোডেও গাড়ির চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে কুইনস ওয়ে, প্লাসি গেট রোড এবং এসপ্ল্যানেড র্যাম্প।
কার্নিভালে (Durga Puja Carnival) আসা গাড়িগুলি দুপুর ১২টা থেকে পার্কিং করতে পারবে। পার্কিংয়ের জন্য চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড এবং আর এন মুখার্জি রোড নির্ধারণ করা হয়েছে। হেঁটে আসা দর্শকরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড অথবা আর আর অ্যাভিনিউ ব্যবহার করতে পারবেন। কার্নিভাল উপলক্ষে বাস ও মেট্রোতে বিশেষ পরিষেবা থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কেমন সভাপতি চাই? ফেসবুক পোস্ট করে দলকে পরামর্শ TMCP নেত্রীর, তোলপাড় বসিরহাট সংগঠন
শহরের কেন্দ্রবিন্দু রেড রোডে অনুষ্ঠিত এই কার্নিভালকে (Durga Puja Carnival) ঘিরে পুলিশি নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ সচল রয়েছে। কলকাতার বহু মানুষ এই আনন্দ উৎসবে অংশ নিতে ইতিমধ্যে ভিড় করতে শুরু করছেন।