লক্ষ্মী পুজোর আগে আরও বাড়ল না কমল সোনার দাম? ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত জানেন?

Published on:

Published on:

Gold Price did increase or decrease before lakshmi puja

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমের মধ্যেও সোনার দাম (Gold Price) প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। তবে লক্ষ্মীপুজোর আগে সোনার দাম বাড়লো নাকি কমলো তা এক নজরে দেখে নিন।

লক্ষ্মী পুজোর আগে বাজারে হলুদ ধাতুর দর কত যাচ্ছে দেখুন (Gold Price)

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price did increase or decrease before lakshmi puja

আরও পড়ুন: পুজোর পর ভ্রমণ পরিকল্পনা? প্রিয়জনদের নিয়ে এই বাজেট ফ্রেন্ডলি স্পটগুলো ঘুরে দেখুন

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১২৭০টাকা (+৭৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১১২৭০০টাকা (+৭৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৮৫৫ টাকা (+৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৮৫৫০টাকা (+৭৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৭৯৫টাকা (+৭৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৭৯৫০টাকা (+৭৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। রবিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৯৩০(+২৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৯৩০০(+২৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৪৯২০টাকা (+২৭৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৯২০০টাকা (+২৭৫০)।

প্রসঙ্গত, সাধারণত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে সোনার দাম। এর উপর ভিত্তি করে সোনা কিংবা রুপোর দর কখনও বাড়ে আবার কখনও কমে। তবে বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে (Gold Price)।