“সফর শেষ…”, অধিনায়কত্ব হারানোর পর রোহিতের পুরনো টুইটে শুরু হইচই, নিজের ভবিষ্যৎ জানতেন হিটম্যান?

Published on:

Published on:

Rohit Sharma old tweet goes viral after losing captaincy.

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ায় “নম্বর ৪৫”-এর যুগ কার্যত শেষ। নম্বর ৪৫ মানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জার্সি নম্বর। যিনি ভারতীয় ক্রিকেটে এই নম্বরটি চিরকালের জন্য স্মরণীয় করে রেখেছেন। কেরিয়ারের একদম শেষপ্রান্তে দাঁড়িয়েও রোহিত এবং এই ৪৫ নম্বরটি ভক্তদের মধ্যে জনপ্রিয়। রোহিত ইতিমধ্যেই T20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার ODI ক্রিকেটেও অধিনায়কত্ব থেকে সরে এলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য রোহিত শর্মাকে দলে নির্বাচিত করা হলেও অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। এই সিদ্ধান্তের পরেই, রোহিতের একটি পুরোনো পোস্ট ভাইরাল হয়ে যায়। যেটি অনুরাগীদের মন ছুঁয়েছে এবং পোস্টটি আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে।

ODI-তে রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে নতুন অধিনায়ক:

জানিয়ে রাখি যে, গত ৪ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করে BCCI। যার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল অধিনায়কত্বে পরিবর্তন। চলতি বছরের মার্চ মাসে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দেওয়া রোহিতকে (Rohit Sharma) ODI অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে, ক্রিকেটার ৩ ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রাজত্ব এক বছরের মধ্যে শেষ হয়ে গেল। এমতাবস্থায়, রোহিতের স্থলাভিষিক্ত হয়েছেন শুভমান গিল। যিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে রোহিতের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন।

আরও পড়ুন: বাণিজ্যিক সম্পর্ক হবে আরও জোরদার! আগামী সপ্তাহেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রোহিতের পুরনো পোস্ট ভাইরাল: এদিকে, রোহিতের (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে অপসারণের ঘোষণার কিছুক্ষণ পরেই, ভারতের প্রাক্তন অধিনায়কের একটি পুরনো টুইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। এই পোস্টটি প্রায় ১৩ বছরের পুরনো। যেখানে রোহিত ৪৫ এবং ৭৭ সংখ্যা সম্পর্কে পোস্ট করেন। রোহিত ওই পুরনো টুইটে লিখেছিলেন, “একটি যুগের সমাপ্তি (৪৫) এবং একটি নতুন যুগের সূচনা (৭৭)।”


কী কারণে টুইটটি করেন: এটা এখন সকলের জানা যে, ভারতীয় দলের ৪৫ নম্বর জার্সি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে যুক্ত। অপরদিকে, ৭৭ নম্বর জার্সি নতুন অধিনায়ক শুভমান গিলের পরিচয় হয়ে উঠেছে। টিম ইন্ডিয়ায় যোগদানের পর থেকে গিল আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭ নম্বর জার্সি পরছেন। কিন্তু বেশ কয়েক বছর আগেও এই সংখ্যার সাথে রোহিতেরও একটা যোগসূত্র ছিল। আসলে, রোহিত ১৪ সেপ্টেম্বর, ২০১২ তারিখে T20 বিশ্বকাপে খেলতে যাওয়ার সময় এই টুইটটি করেছিলেন। সেই সময় পর্যন্ত, রোহিত ৪৫ নম্বর জার্সি পরতেন। কিন্তু, যখন দলে তাঁর জায়গা নিশ্চিত হয়নি এবং তাঁর পারফরম্যান্সও ভালো ছিল না। এমন পরিস্থিতিতে, রোহিত সেই বিশ্বকাপে ৭৭ নম্বর জার্সি পরেছিলেন। তাই তিনি এই টুইট করেছিলেন।

“রোহিত নিজের ভবিষ্যৎ নিজেই জানিয়েছেন”: তবে, ৪৫ নম্বর জার্সির সঙ্গে রোহিতের (Rohit Sharma) সম্পর্ক এতটাই গভীর যে খুব কম ভক্তই মনে রাখবেন যে রোহিত একসময় ৭৭ নম্বর জার্সি পরতেন। এটা একটা কাকতালীয় ঘটনা যে ১৩ বছর পর, সেই ৭৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ই ভারতের অধিনায়ক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোহিতের এই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেট অনুরাগীরা অবাক হয়েছেন। পাশাপাশি অনেকেই আবার এটাও জানিয়েছেন রোহিত হয়তো নিজের ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছিলেন।