বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই প্রস্তুতির জন্য বাংলায় SIR প্রক্রিয়া শুরু করতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। দুর্গাপূজোর পরই বাংলায় SIR-এর প্রস্তুতি শুরু হবে বলে শোনা যাচ্ছিল। সেই মতোই কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
আগামী সপ্তাহে কলকাতায় আসবেন জ্ঞানেশ ভারতী এবং সীমা খান্না
সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং সীমা খান্না আগামী সপ্তাহে কলকাতায় আসবেন বলে খবর সূত্রের। এছাড়াও, তারা ৮ অক্টোবর নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই সভায় সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ERO-দের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
BLO নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন (Election Commission)
নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগে নিয়ম লঙ্ঘনের বিষয়ে জেলা শাসকদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। অভিযোগ উঠেছে, স্থায়ী সরকারি কর্মচারীর পরিবর্তে মূলত তৃণমূল নেতাদের এই পদগুলিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ৪,৫০০ BLO নিয়োগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিজেপি এই নিয়ে কমিশনের প্রতি অভিযোগ জানিয়ে বলেছে যে, নিয়োগ প্রক্রিয়ায় কমিশনের নিয়ম মানা হয়নি।
কমিশনের (Election Commission) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে সিনিয়র কর্মকর্তারা বিহারে সফর করবেন। দ্বিতীয় সপ্তাহে বিহারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এরপরই বাংলায় SIR-এর সময়সূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ ‘ভালো আছে হিন্দুরা, আনন্দে কেটেছে পুজো’, ঢাকা থেকে জানালেন হুমায়ুন কবীর
মঙ্গলবার কলকাতায় আসছে কমিশনের (Election Commission) বিশেষ প্রতিনিধিদল। এদের মধ্যে উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা শহরে পৌঁছে সমস্ত প্রক্রিয়া পর্যালোচনা করবেন। নির্বাচন কমিশন বাংলায় SIR নিয়ে যে তৎপরতা দেখাচ্ছে, তা আগামী বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।