বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের (India National Cricket Team) ODI এবং T20 দল ঘোষণা করেছে BCCI। এই সফর ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সফরকে ঘিরে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে শুভমান গিল এবার ODI-তে দলের নেতৃত্ব দেবেন। এদিকে, রবীন্দ্র জাদেজার মতো তারকা খেলোয়াড় এই সফরে সুযোগ পাননি। তাছাড়া, আরও একজন তারকা খেলোয়াড় এই সফরে অনুপস্থিত থাকবেন। এই নিয়ে টানা দ্বিতীয়বার বড় সফরে বাদ পড়লেন তিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির বিষয়েই বলছি।
ভারতীয় দলে (India National Cricket Team) ফের সুযোগ পেলেন না শামি:
অস্ট্রেলিয়া সফরেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না শামি: মহম্মদ শামির আন্তর্জাতিক কেরিয়ার রীতিমতো মেঘের ছায়া নেমে এসেছে। অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে (India National Cricket Team) শামির নাম নেই। এর আগে, ইংল্যান্ড সফরেও তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে, গত ২ বছরে ভারতের হয়ে কোনও টেস্ট ম্যাচ খেলেননি শামি।অন্যদিকে, তিনি ভারতের হয়ে তাঁর শেষ T20 ম্যাচ খেলেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। এছাড়াও, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জানিয়ে রাখি যে, চোট এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে মহম্মদ শামি বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। ২০২৩-এর বিশ্বকাপের পর থেকে তিনি চোটের অঙ্গে লড়াই করছেন। তবে, চোট থেকে প্রত্যাবর্তন করে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করার পর ভারতীয় দলে (India National Cricket Team) ফিরে আসেন তিনি।
আরও পড়ুন: “সফর শেষ…”, অধিনায়কত্ব হারানোর পর রোহিতের পুরনো টুইটে শুরু হইচই, নিজের ভবিষ্যৎ জানতেন হিটম্যান?
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সম্পন্ন হওয়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতের (India National Cricket Team) হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। এরপর তিনি IPL-এও অংশগ্রহণ করেন। কিন্তু তারপর থেকে শামি মাঠ থেকে দূরে রয়েছেন। এমন পরিস্থিতিতে, ৩৫ বছর বয়সী শামির এবারও সুযোগ না পাওয়া তাঁর কেরিয়ারের জন্য বড় হুমকি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বাণিজ্যিক সম্পর্ক হবে আরও জোরদার! আগামী সপ্তাহেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
মোহাম্মদ শামি কী আনফিট: উল্লেখ্য যে, মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল। তবে, কয়েকদিন আগে, মহম্মদ শামি তাঁর ফিটনেস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এবং তিনি খেলার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন। গত অগাস্টে এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমাকে বেঙ্গালুরুতে ডাকা হয়েছিল, এবং আমি ফিটনেস পরীক্ষায় (ব্রঙ্কো) উত্তীর্ণ হয়েছি। এখন আমি খেলার জন্য প্রস্তুত।” কিন্তু, এতকিছুর পরেও তিনি ভারতীয় দলে (India National Cricket Team) সুযোগ পেলেন না। আর এই বিষয়টিতে অবাক হয়েছেন ক্রিকেট অনুরাগীরাও।