বাংলা হান্ট ডেস্কঃ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে টানা বৃষ্টি এবং ধসের ঘটনায় কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। একের পর এক রাস্তা ভেঙে পড়েছে, ধসে গিয়েছে ঘরবাড়ি, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা অভিষেকের
উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি নিয়ে রবিবার সোশ্যাল মিডিয়ার এক বার্তায় অভিষেক লেখেন, “দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির একাধিক এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিরিক, জোরবঙ্গলো-সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”
এছাড়া অভিষেক আরও জানান, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন। তৃণমূল কর্মীদেরও আহ্বান জানিয়েছেন, যাতে তাঁরা দুর্গতদের পাশে দাঁড়াতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গতরাতে উত্তরবঙ্গে ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভুটান ও সিকিম থেকে অতিরিক্ত জলের চাপ এসে তিস্তা-সহ অন্যান্য নদীগুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে কয়েকজন ভাই-বোনকে হারিয়েছি আমরা। তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা পৌঁছে দেবে।”
সোমবার মুখ্য সচিবকে সাথে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শনিবার রাত থেকেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভারচুয়াল বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার তিনি মুখ্যসচিবকে নিয়ে সরাসরি উত্তরবঙ্গ (North Bengal) যাবেন। এছাড়া পর্যটকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে যারা ঘুরতে গিয়েছেন, তাঁরা এখন যেখানে আছেন সেখানেই থাকুন। পুলিশ তাঁদের নিরাপদে সরিয়ে দেবে। কোনও চিন্তা করবেন না, উদ্ধারকার্য ও খরচ সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব।”
নবান্ন এবং সব জেলা সদরেই চালু করা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। দুর্গতদের সাহায্যের জন্য যোগাযোগ করতে বিশেষ নম্বর দেওয়া হয়েছে। নম্বর গুলি হল-
033-2214-3526 / 033-2253-5185
টোল ফ্রি: 86979-81070 / 1070
আরও পড়ুনঃ যখন তখন ভেঙে পড়তে পারে টালা বাঁধ, পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল ভুটান সরকার
প্রসঙ্গত, অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বহু এলাকা। দক্ষিণবঙ্গেও তেমনই পরিস্থিতি, কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও জলবন্দি শহর। রাজ্য প্রশাসন জানাচ্ছে, উদ্ধারকার্যে লাগানো হয়েছে NDRF এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, “এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা একসঙ্গে আছি। তৃণমূলের প্রতিটি স্বেচ্ছাসেবককে আহ্বান জানাচ্ছি সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই এগিয়ে চলুন।” শেষে তিনি আরও লেখেন যে, “সমবেত সাহস, মানবিকতা এবং মা দুর্গার আশীর্বাদেই আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব।”