ফের “অপমানিত” পাকিস্তান! এবার বিশ্বকাপে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

Published on:

Published on:

India Women's National Cricket Team faces Pakistan.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ জিতেছে। যার পরিপ্রেক্ষিতে ট্রফি নিয়ে বিতর্ক এখনও চলছে। ঠিক এই আবহেই ভারতীয় মহিলা দল (India Women’s National Cricket Team) রবিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ওমেন্স ODI বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে পাকিস্তান মহিলা দলের মুখোমুখি হয়েছে। যেখানে ফের একবার অপমানিত হয়েছে পাকিস্তান। মূলত, ম্যাচ শুরুর আগে টসের সময়ে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে করমর্দন করেননি। যার ফলে সানাকে তাকিয়ে থাকতে দেখা যায়।

বিশ্বকাপে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত (India Women’s National Cricket Team):

ম্যাচের শুরুতেই পাকিস্তানের জন্য বড় ধাক্কা: উল্লেখ্য যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতীয় মহিলা দল (India Women’s National Cricket Team) পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে। ম্যাচের শুরুতেই, টসের সময়ে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে করমর্দন করেননি। এটা পাকিস্তানি দলের জন্য বড় ধাক্কা।

পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ভারতের মহিলা দলও এই পদক্ষেপ নিয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।জানিয়ে রাখি যে, সম্প্রতি ২০২৫ সালের এশিয়া কাপের সময়, টিম ইন্ডিয়ার (India Women’s National Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদবও পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে করমর্দন করেননি। যা অনেক বিতর্কের সৃষ্টি করেছিল।

আরও পড়ুন: বারংবার একই ঘটনা! ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না এই তারকা প্লেয়ার

এমনকি, টিম ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফিও গ্রহণ করেনি। এরপর মহসিন নকভি ট্রফিটি সঙ্গে করে নিয়ে যান। এই বিরোধ এখনও অমীমাংসিত। ঠিক এই আবহেই ভারতের মহিলা ক্রিকেট দলও একইভাবে প্রতিবাদ জানাল।

আরও পড়ুন: “সফর শেষ…”, অধিনায়কত্ব হারানোর পর রোহিতের পুরনো টুইটে শুরু হইচই, নিজের ভবিষ্যৎ জানতেন হিটম্যান?

পাকিস্তান এখনও হারাতে পারেনি: উল্লেখ্য যে, পাকিস্তানের মহিলা দল (India Women’s National Cricket Team) এখনও পর্যন্ত একটিও ODI ম্যাচে ভারতীয় মহিলা দলকে হারাতে পারেনি। এখন পর্যন্ত, ২ টি দল ১১ টি ODI ম্যাচ খেলেছে। ভারতীয় মহিলা দল ওই সবকটি ম্যাচ জিতেছে। ODI বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ টি দল ৪ টি ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়া সবকটিতেই জিতেছে। এখন, টিম ইন্ডিয়া এই ম্যাচটিও জিতে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে।