ফুঁসছে হলং নদী, ডুয়ার্সে কাঠের সেতু ভেঙে বিচ্ছিন্ন জলদাপাড়া, আটকে শতাধিক পর্যটক

Published on:

Published on:

North Bengal Flood Alert Wooden Bridge Collapse in Jaladapara

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের (North Bengal) পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে। পাহাড়ী নদী ও ডুয়ার্সের সমতল এলাকার নদীর জলস্তর ফুলেফেঁপে উঠেছে। বিশেষ করে হলং নদীর জল প্রবলভাবে বৃদ্ধি পাওয়ায় ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু ভেঙে পড়েছে।

জলদাপাড়া লজে যাওয়ার একমাত্র সেতুটি ভেঙে পড়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভেঙে পড়ে সেতুটি। এই কাঠের সেতুই ছিল জলদাপাড়া ট্যুরিস্ট লজে প্রবেশের একমাত্র পথ। সেতুটি ভেঙে পড়ায় লজের প্রায় ১০০ জন পর্যটক এখন আটকে পড়েছেন। অনেক পর্যটকেরা রবিবার রাতে ট্রেন ধরার পরিকল্পনা করেছিলেন। তবে হঠাৎ এই বিপর্যয় তাদের পরিকল্পনা ব্যাহত করেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, জলদাপাড়া লজে যেতে হলে সেতুটি পেরিয়ে জঙ্গল পথে যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে পড়ায় এখন পর্যটকরা নিরাপদভাবে বের হতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

ডুয়ার্সসহ উত্তরবঙ্গের (North Bengal) সমতল এলাকা বিপর্যস্ত হচ্ছে

একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি অঞ্চলে শনিবার থেকে টানা ভারী বৃষ্টি চলছে। পাহাড়ে বহু জায়গায় ভূমিধসের ফলে রাস্তা বন্ধ রয়েছে। তিস্তা নদীর জলও উঠে এসেছে জাতীয় সড়কের উপর। ইতিমধ্যেই দার্জিলিং থেকে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড়ের জল সমতলে নেমে আসায় ডুয়ার্সসহ উত্তরবঙ্গের (North Bengal) সমতল এলাকা বিপর্যস্ত হচ্ছে।

North Bengal Flood Alert Wooden Bridge Collapse in Jaladapara

আরও পড়ুনঃ “বিশেষ সময়ে এদের আসল চেহারাটা বোঝা যায়”, কার দিকে এই মন্তব্য ছুঁড়লেন কুণাল?

পাশাপাশি ভুটান ও উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি অঞ্চলে চলমান ভারী বৃষ্টির কারণে ডুয়ার্সে আরও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং বিপর্যয় মোকাবিলায় তৎপর রয়েছে।