বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগের একাধিক মাধ্যম বর্তমানে খুলে গিয়েছে। যেগুলির মধ্যে বিনিয়োগকারীদের একটা বড় অংশ নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন। এদিকে, শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টিতে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি শেয়ারের (Share Market) প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বিগত এক বছরে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে।
শেয়ার বাজারে (Share Market) দুর্দান্ত রিটার্ন দিচ্ছে এই সংস্থার স্টক:
মূলত, অটো সেক্টরের কোম্পানি ফোর্স মোটরস লিমিটেডের কাছ থেকে একটি বড় খবর সামনে এসেছে। পুণেতে স্থিত ফোর্স মোটরস লিমিটেড ৫ অক্টোবর জানিয়েছে যে, তারা গত সেপ্টেম্বরে মোট ২,৬১০ ইউনিট বিক্রি করেছে। এদিকে, ফোর্স মোটরস লিমিটেডের বিক্রি গত বছরের ওই সময়ের তুলনায় ১.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ফোর্স মোটরস লিমিটেড ২,৫৬৪ ইউনিট বিক্রি করেছিল।
কোম্পানির রফতানি বৃদ্ধি: ফোর্স মোটরস জানিয়েছে যে সেপ্টেম্বর মাসে দেশীয় বাজারে ২,৪৮৬ট ইউনিট বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ১.৫ শতাংশ বেশি। এদিকে, ওই সময়ের মধ্যে ১২৪ ইউনিট রফতানি করা হয়েছে। গত বছরের একই মাসে এই সংখ্যা ছিল ১১৫ ইউনিট। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় রফতানি ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে, গত ২২ সেপ্টেম্বর GST-র নতুন হার কার্যকর হওয়ার পর থেকে অটো কোম্পানিগুলি উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছে। এদিকে, ইতিমধ্যেই দীপাবলি আসন্ন। যেটি একটি অন্যতম প্রধান উৎসব। এই মরশুমেও কোম্পানিগুলির অনেক আশা রয়েছে।
জুন ত্রৈমাসিকে কোম্পানির পারফরম্যান্স: উল্লেখ্য যে, ফোর্স মোটরস এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ১৭৬.৩০ কোটি টাকার নিট প্রফিট অর্জন করেছে। ফোর্স মোটরস ১ বছর আগের একই ত্রৈমাসিকে ১১৫.৭০ কোটি টাকার নিট প্রফিট রিপোর্ট করেছিল। বার্ষিক ভিত্তিতে, কোম্পানির নিট প্রফিট ৫২.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ফের “অপমানিত” পাকিস্তান! এবার বিশ্বকাপে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত
১ বছরে দুর্ধর্ষ রিটার্ন: শুক্রবার বাজার বন্ধের সময়ে BSE-তে ফোর্স মোটরসের শেয়ারের (Share Market) দাম ছিল ১৬,৭৯৪ টাকা। কোম্পানিটি ২০২৫ সালে প্রায় ১৫৩ শতাংশ রিটার্ন দিয়েছে। এদিকে, ১ বছরে এই শেয়ারের দাম প্রায় ১৩১ শতাংশ বেড়েছে। জানিয়ে রাখি যে, বিগত ৫ বছরে ফোর্স মোটরসের শেয়ারের (Share Market) দাম প্রায় ১,৪৫৪ শতাংশ বেড়েছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।