বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh)-র প্রতিষ্ঠার শতবর্ষ পদযাত্রা কর্মসূচি আজ অর্থাৎ রবিবার দিল্লির “মিনি বেঙ্গল” নামে পরিচিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় পালিত হল বিশেষ আয়োজনে। সকাল ১০ টায় শুরু হওয়া এই পদযাত্রায় প্রায় তিন শতাধিক স্বয়ংসেবক ঐতিহ্যবাহী পোশাকে, টুপি ও লাঠি হাতে বাদ্য-বাজনার তালে তালে চিত্তরঞ্জন পার্ক অঞ্চল প্রদক্ষিণ করেন।
দিল্লির চিত্তরঞ্জন পার্কে RSS (Rashtriya Swayamsevak Sangh)-এর শতবর্ষ পদযাত্রা:
সংঘের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন আনুষ্ঠানিকভাবে সংগঠনের নাম ঘোষণা করেছিলেন। সেই সূত্রে ২০২৫ সালের বিজয়া দশমীতে সংঘ (Rashtriya Swayamsevak Sangh) পা রাখল শতাব্দী বর্ষে। এই উপলক্ষে ২ অক্টোবর দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে চিত্তরঞ্জন পার্কে আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজার আবহে স্থানীয় মানুষের বিপুল সাড়া মেলে এই কর্মসূচিতে। পুরুষ-মহিলা নির্বিশেষে অনেকে পুস্পবৃষ্টি করে স্বয়ংসেবকদের অভিনন্দন জানান। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্থানীয়রা “ভারত মাতা কি জয়” ও “জয় শ্রী রাম” ধ্বনি দিতে শোনা যায়।
তাৎপর্যপূর্ণভাবে, এই বছরই প্রথমবার দুর্গাপূজার অষ্টমী পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপে সন্ধ্যা আরতিতে যোগ দেন। তিনি প্রতিষ্ঠিত কালি মন্দিরে পুজোতেও উপস্থিত ছিলেন। যা স্থানীয়দের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা পড়ে।
আরও পড়ুন: ১ বছরেই মিলেছে ১০০ শতাংশেরও বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মালামাল করেছে এই কোম্পানির শেয়ার
আজকের RSS (Rashtriya Swayamsevak Sangh) পদযাত্রায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী, একজন সাধারণ স্বয়ংসেবক হিসেবে অংশগ্রহণ করেন এই পদ-সঞ্চালনে।
রাজধানীর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি ও RSS (Rashtriya Swayamsevak Sangh) কৌশলগতভাবে বাঙালি হিন্দু ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপূজার অষ্টমীতে দিল্লির প্রবাসী বাঙালিদের জনপ্রিয় কেন্দ্র চিত্তরঞ্জন পার্ক কালি মন্দিরে সন্ধ্যা আরতিতে যোগ দেন, অন্যদিকে একই এলাকায় RSS আয়োজন করে শতবর্ষ উপলক্ষে পদযাত্রা ও অস্ত্র পূজা কর্মসূচি।
বিশ্লেষকদের মতে, “মিনি বেঙ্গল” নামে পরিচিত চিত্তরঞ্জন পার্কে এই দুই ঘটনার মিলিত বার্তা স্পষ্ট — বাঙালি হিন্দু সমাজের সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক জোরদার করা। দুর্গাপূজার আবহে RSS প্রথা ভেঙে বিজয়া দশমীর দুই দিন পর চিত্তরঞ্জন পার্কে অস্ত্র পূজা ও নগর পদযাত্রার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সংঘের (Rashtriya Swayamsevak Sangh) পক্ষ থেকে জানানো হয়েছে, শতাব্দী বর্ষ উপলক্ষে দেশজুড়ে এই ধরনের বিভিন্ন সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মসূচি সারা বছর ধরেই চলবে।