অপেক্ষার আর মাত্র কয়েক মাস, আকাশে উড়বে ভারতের প্রথম ফ্লাইং ট্যাক্সি! ভাড়া কত?

বাংলা হান্ট ডেস্ক : স্কুলের কল্পবিজ্ঞানের গল্প আমরা দেখেছি আকাশ থেকে উড়ন্ত ট্যাক্সি নেমে আসে। আমরা স্বপ্ন দেখেছি এরকমই কোনো এক যন্ত্রের দ্বারা আমরাও উড়তে পারি। যদিও হেলিকপ্টার রয়েছে কিন্তু তা সমস্ত স্থানে উড়তে যেমন পারেনা তেমনই এই যন্ত্রটি সাধারণের ধরাছোঁয়ার বাইরে। বৈদ্যুতিক ড্রোন (Electric Drone) আসায় ফ্লাইং ট্যাক্সির স্বপ্ন যেন বাস্তবতা পেয়েছে। আর এমনই এক ফ্লাইং ট্যাক্সি (Flying Taxi) সম্পর্কে বলতে চলেছি আমরা।

ফ্লাইং ট্যাক্সি, বিগত বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে নানান ছবি ভাইরাল হয়েছে এই নিয়ে। এমন যন্ত্র এলে যাতায়াতের বিরাট সুবিধে হয়ে যায়। কিন্তু জানেন কি এমন এক যন্ত্রের খোঁজ চলছে ভারতেই! হ্যাঁ, আর মাত্র কয়েকটা বছর তারপরই কল্পবিজ্ঞানের গল্প নেমে আসবে বাস্তবে। বিষয়টি সম্পর্কে জানিয়েছেন ই প্লেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্য চক্রবর্তী।

সংবামাধ্যম News 18 কে তার ফ্লাইং ট্যাক্সি e200-র কাজ সম্পর্কে সাক্ষাৎকার দেন বিজ্ঞানী সত্য চক্রবর্তী। তিনি সাক্ষাৎকারে তুলে ধরেন e200-র ডিজাইন, নিরাপত্তা এবং শহরের পরিবহনে এর প্রভাব কেমন পড়তে পারে। সত্য চক্রবর্তী বলেন, ‘ছোট জায়গায় অবতরণের জন্য কমপ্যাক্ট ডিজাইন করা হয়েছে। একবার ব্যাটারি চার্জেই যাতে একাধিকবার স্বল্প দূরত্ব অতিক্রম করা যায়, সেদিকটাও খেয়াল রাখা হয়েছে’।

আরও পড়ুন : দক্ষিণে ব্যাপক শক্তিবৃদ্ধি বিজেপির, বড় জোটের পথে শাহ-নাড্ডা! হাত কামড়াচ্ছে কংগ্রেস

l1620240307163644

জানা যায় যে, ইপ্লেনের সাবস্কেল প্রোটোটাইপ e50 যানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। কোম্পানি এবার প্রস্তুতি নিচ্ছে ফুল স্কেল প্রোটোটাইপের পরীক্ষা চালানোর। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদই পুরোদস্তরে পরীক্ষা করে দেখা হবে সেটির। আর এটি সফল হলে বহু ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে।

আরও পড়ুন : WhatsApp-এ নবীর অপমান! তরুণকে মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানের আদালতের

উল্লেখ্য যে, এই ফ্লাইং ট্যাক্সিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীদের সুরক্ষা। এজন্য একদম আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরেই ডিজাইন করা হয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে এবং কেমন করে সুরক্ষাবিধি বাড়ানো সম্ভব সেই ভুলগুলোই খতিয়ে দেখা হচ্ছে। এজন্য সেখানে ব্যবহার করা হয়েছে অ্যারোডাইনামিক ডিজাইন এবং উন্নত প্রযুক্তি। তবে জানিয়ে রাখি যে, ফ্লাইং ট্যাক্সি চালু হলেও তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যেই থাকবে। Uber বা এই ধরনের সার্ভিসের দ্বিগুণ ভাড়া লাগতে পারে। যাতে সর্বসাধারণ এই পরিষেবা ব্যবহার করতে পারেন সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে কোম্পানির তরফে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর