এখনও বিপদমুক্ত নয় উত্তর, আজও হবে ভারী বৃষ্টি! সোমে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

north bengal weather

বাংলা হান্ট ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Weather)। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। নিখোঁজ বহু। ঘরছাড়া হাজার হাজার মানুষ। টানা ভারী বৃষ্টিতে থমকে রয়েছে জনজীবন। দুর্যোগ কি আরও বাড়বে? এই নিয়ে আপডেট দিক আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, উত্তরবঙ্গের উত্তের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ফাঁড়া কাটেনি এখনও | North Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (১১ সেমি) হতে পারে। সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির চলবে উত্তরবঙ্গের সাত জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের সব জেলারই এক বা দুইটি স্থানে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে এদিন বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এরপর মঙ্গলবার থেকে আরও কিছুটা বৃষ্টি কমবে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে প্রতিটি জেলার সব অংশে বৃষ্টি হবে না। কয়েকটি অংশে বৃষ্টি হবে।

north bengal weather

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলার রায়দান কবে? সরকারি কর্মচারীদের নেতা দিলেন বড় আপডেট সামনে এল

পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। প্রাণহানির ঘটনায় সোশাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।