বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীপুজোর দিন হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম। বিয়ের মরসুমে ক্রেতাদের অস্বস্তি বাড়িয়ে সোনার দামে (Gold Price) বিরাট লাফ। গতকালের পর আজকে হলুদ ধাতুর দাম একধাক্কায় অনেকটা বাড়ল। সোমবার লক্ষ্মীপুজোর দিন কত হল হলুদ ধাতুর দর? সম্পূর্ণ রেট চার্ট দেখে নিন।
একনজরে সোনার দাম দেখুন | Gold Price
আজ ৬ অক্টোবর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৭৭০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২ হাজার ৭৭ টাকা। সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। এদিনও দেশজুড়ে খাঁটি সোনার দাম এক লক্ষ টাকার অনেকটাই উপরে।
আজ সোমবার ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম হল ১ লক্ষ ১০ হাজার ৭০০ টাকা। ১ গ্রাম সোনার দাম বেড়ে হল ১১ হাজার ৭০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম হল ১১ লক্ষ ৭ হাজার টাকা। একদিনে দাম বাড়ল ১২ হাজার ৫০০ টাকা।
এদিকে ১৮ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হল ৯ হাজার ৫৮ টাকা। ১৮ ক্যারাট ১০ গ্রাম সোনার ১ গ্রামের দাম এদিন হল ৯০ হাজার ৫৮০ টাকা। উল্লেখ্য, উপরোক্ত ক্যারাট প্রতি সোনার দামের সঙ্গে জিএসটি বা টিসিএস ধরা নেই। জিএসটি বা টিসিএস ব্যাতিত এই মূল্য। দিন দিন সোনার দাম যেভাবে বাড়ছে হলুদ ধাতু মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলার রায়দান কবে? সরকারি কর্মচারীদের নেতা দিলেন বড় আপডেট সামনে এল
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে সোনার দাম একধাক্কায় অনেকটা বাড়লেও এদিন কিছুটা কমেছে রুপোর দাম।
১০০ গ্রাম রুপোর দাম সোমে রয়েছে ১৫ হাজার ৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকায়। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোলি ধাতুর।