বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগের তৎপর স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ১,২৪১ জনের নিয়োগ এখনও পর্যন্ত হয়নি। এই প্রার্থীদের দ্রুত নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের নির্দেশ মত এবারে নিয়োগে তৎপর কমিশন (School Service Commission)।
আদালতের নির্দেশ আসতেই তোড়জোড় এসএসসির (SSC)
কমিশন সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশ মত ১,২১৪ জনের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই উচ্চ প্রাথমিকের (Upper Primary) এই প্রার্থীদের নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা হবে বলে জানানো হয়েছে। নতুন করে ১,২৪১ জনের নিয়োগের পথে এসএসসি।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনই বড়সড় ধাক্কা! আজ কত হল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম? জানলে চমকে উঠবেন
জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে কমিশন। শিক্ষা দপ্তর তরফে স্কুল জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা ইতিমধ্যেই জোর কদমে তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। পুজোর ছুটির মিটতে কমিশনের কাছে তথ্য পাঠানো হবে।
উল্লেখ্য, আগে ১২ হাজার ৭২৩ জনের কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এর মধ্যে উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়েছে ৯ হাজার ৭০০ জনের। বাকি প্রার্থীরা কাউন্সেলিংয়ে অংশ নেননি। আট বার কাউন্সেলিং হয়েছে। প্রথমবার কাউন্সেলিংয়ে ৮,৭৪৯ জন, দ্বিতীয়বার ২,৫৯৫ জন, তৃতীয়বার ৭২৪ জন, চতুর্থবার ২৬১ জন, পঞ্চমবার ১৫৩ জন, ষষ্ঠবার ৭২৭ জন এবং সপ্তমবার ১২১ জন, অষ্টমবার ৪৮ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাক পান। এবারে হাইকোর্টের নির্দেশ মত ফের কাউন্সেলিংয়ের পথে কমিশন।