বাংলা হান্ট ডেস্ক: সদ্য কেটেছে দুর্গা পুজোর আমেজ। এই বছর মহালয়া থেকে অনেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছিল। যার ফলে সকাল ও বিকেলে ভারী মেকআপ করে পাশাপাশি রোদ বৃষ্টিকে উপেক্ষা করে অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তবে এই সকাল বিকেল ভারি মেকআপ করার ফলে বর্তমানে ত্বকের অবস্থা খারাপ হয়েছে অনেকেরই। আর এই বিষয়ে বিশেষজ্ঞরা জানান, পুজোর আগে ত্বকের যেমন যত্ন নেওয়া উচিত তেমনি পুজোর পরে ত্বকের যত্ন আরও বেশি করে নেওয়া উচিত। পুজোর সময় ভারী মেকআপ করার ফলে ত্বকের ক্ষতি হয়েছে। আর এবার এই টকের জিল্লা হারিয়ে যাওয়ার ফলে ত্বকের উপর কালচে ছোপ পড়েছে। এবার পুজোর পরে একগাদা টাকা খরচ করে ত্বকের জেল্লা ফিরিয়ে না নিয়ে এসে, বাড়িতে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে ত্বককে সতেজ করে তুলুন (Skin Care)।
ত্বক জেল্লাহীন? কলার ম্যাজিক টিপসেই খুঁজে পাবেন সহজ সমাধান (Skin Care)
পুজোর কটা দিন নিজেকে সুন্দর দেখানোর জন্য সকলেই মুখে মেকআপ করেছেন সাময়িকভাবে ত্বকের খুঁত, কালচে ছোপ ঢাকায় জন্য নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন (Skin Care)। কিন্তু এখন বুঝতে পারছেন, নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার ফলে ত্বকের জেল্লা একেবারে হারিয়ে গেছে।
আরও পড়ুন: ডায়াবেটিস থাকলেও মিষ্টি খেতে পারবেন নিশ্চিন্তে, মেনে চলুন এই ৫ টিপস
এবার, পুজোর সময় কারিগরের টাকা খরচ করে যেখানে ফেসিয়াল করেছেন। সেখানে পুজোর পর আবার টাকা খরচ করা চাপের বিষয়। সেখানে দাঁড়িয়ে বিউটিশিয়ানেরা বলছেন, বাড়িতে থাকা একটি মাত্র কলা দিয়ে ফিরে পেতে পারেন জেল্লাহীন ত্বকের উজ্জ্বলতা (Skin Care)।
বিউটিশিয়ানরা জানান, কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। যার ফলে এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাছাড়া কলার মধ্যে রয়েছে পটাশিয়াম। যার ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকের তারুণ্য বজায় রাখতে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটি ত্বকের নিয়মিত পরিচর্যায় রাখলে তাহলে আপনার ত্বক উজ্জ্বল হবে।
কীভাবে মুখে মাখবেন কলার প্যাক?
ত্বকের চেলে ফেরাতে ও তারণ্য বজায় রাখতে কলা ও টক দই একসঙ্গে ব্লেন্ড করে মুখে মেখে নিতে পারেন। এর সঙ্গে ত্বক যদি খুব রুক্ষ হয়। তাহলে মিশিয়ে নিতে পারেন মধু। মিনিট কুড়ি এই মিশ্রণ মুখে মেখে রাখলে ত্বকের জেল্লা ফিরে আসবে (Skin Care)।