বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা ভোট। আর তার আগেই সরকারি (Government Employees) কর্মীদের সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র। ফের একদফায় ৪ শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে আরও ৪ % ডিএ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ।
শুধু তাই নয়, সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। গ্র্যাজুইটির সর্বোচ্চসীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকাংশে কম ডিএ পান। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ৫০% হওয়ায় আরও অনেক পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা।
বাংলার পাশাপাশি বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মীদের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী তাদের ডিএ-র হার নির্ধারণ করতে হবে। এই দাবিতেই বহুদিন যাবৎ আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার তাদের জন্য সুখবর। ভোটের আগেই এই রাজ্যে ডিএ (DA) বাড়ছে সরকারি কর্মীদের (State Govt Employees)।
রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও ২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। জানিয়ে রাখি, কেরলে সরকারি কর্মীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগে তারা ৭% হারে ডিএ পেতেন। এখন তা বাড়িয়ে করা হল ৯ শতাংশ। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিআর বৃদ্ধি করা হচ্ছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মাথা ঘুরে যাওয়া মোড়! অবশেষে ED-র হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট
এদিকে কলেজের শিক্ষকদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে একলাফে ১৪ শতাংশ। সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কলেজের শিক্ষকদের ডিএ ১৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ শতাংশ করা হয়েছে তাদের ডিএ। ডিএ বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিচার বিভাগীয় কর্মীদেরও। তাদের ১৬ শতাংশ ডিএ বাড়ল। এছাড়াও রাজ্যে কর্মরত আইএএস, আইপিএস এবং আইএফএস আধিকারিকদের ৪% বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।